Advertisement
৩১ জানুয়ারি ২০২৩

চোট সারিয়ে ফর্মে ধবন

বাংলাদেশ ‘এ’-র বিরুদ্ধে তিন দিনের ম্যাচ দেখতে বেঙ্গালুরুতে উপস্থিত তিন জাতীয় নির্বাচক প্রথম দিন যা দেখলেন, তাতে তাঁদের সন্তুষ্ট হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে ভারত ‘এ’ দলে যাঁদের উপর নজর ছিল, সেই বরুণ অ্যারন এবং শিখর ধবন, দু’জনই ম্যাচের প্রথম দিন কর্তৃত্ব দেখালেন।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:১২
Share: Save:

বাংলাদেশ ‘এ’-র বিরুদ্ধে তিন দিনের ম্যাচ দেখতে বেঙ্গালুরুতে উপস্থিত তিন জাতীয় নির্বাচক প্রথম দিন যা দেখলেন, তাতে তাঁদের সন্তুষ্ট হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে ভারত ‘এ’ দলে যাঁদের উপর নজর ছিল, সেই বরুণ অ্যারন এবং শিখর ধবন, দু’জনই ম্যাচের প্রথম দিন কর্তৃত্ব দেখালেন।

Advertisement

অ্যারন ভাল গতিতে বল করে চারটে উইকেট নিলেন। বিপক্ষকে আটকে রাখলেন ২২৮ রানে। চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়া ধবন দিনের শেষে ১১৬ ব্যাটিং। শেষ তিন প্রথম শ্রেণির ম্যাচে যা তাঁর তৃতীয় সেঞ্চুরি। যদিও সত্তরের আশেপাশে থাকার সময় ধবনকে এক বার ডান হাতে ম্যাজিক স্প্রে নিতে হয়। তার আগে স্লিপে ফিল্ডিংও করেননি তিনি।

বাংলাদেশের হয়ে সাব্বির রহমান (১২২ নট আউট) ছাড়া রান পেলেন শুভাগত হোম (৬২)। পাটা, সহজ উইকেটে বাকিদের পারফরম্যান্স বেশ হতাশাজনক। ধবন অবশ্য তাঁর ভক্তদের হতাশ করেননি। অভিনব মুকুন্দের সঙ্গে তাঁর ১৫৩ রানের ওপেনিং পার্টনারশিপে মুকুন্দ করেন মাত্র ৩৪। ১১২ বলে ১১৬ রানের ইনিংসে ধবন মারেন ১৬টা বাউন্ডারি এবং দুটো ছয়। দিনের শেষে ভারত ‘এ’ ১৬১-১। ধবনের সঙ্গে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার (৬ ব্যাটিং)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.