Advertisement
১৯ মে ২০২৪

বাদ শিখর, দলে ফিরলেন নেতা বিরাট

দলে নেই পেসার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। তাঁদের চোট এখনও সারেনি বলেই এই দুই টেস্টে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি।

চর্চায়: এশিয়া কাপ জেতার পরে বার্সা ভক্ত ছেলের সঙ্গে শিখর। ফাইল চিত্র

চর্চায়: এশিয়া কাপ জেতার পরে বার্সা ভক্ত ছেলের সঙ্গে শিখর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৬
Share: Save:

এশিয়া কাপে বিশ্রাম নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দলে ফিরছেন বিরাট কোহালি। তবে এই দলে নেই শিখর ধওয়ন। ৪ অক্টোবর থেকে রাজকোট টেস্টে কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে পৃথ্বী শ বা মায়াঙ্ক অগ্রবালকে। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারকেও।

দলে নেই পেসার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। তাঁদের চোট এখনও সারেনি বলেই এই দুই টেস্টে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি। এ দিন বোর্ড দুই টেস্টের যে দল ঘোষণা করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, পৃথ্বী বা মায়াঙ্কের মধ্যে কোনও একজনের বা হয়তো দু’জনেরই টেস্ট অভিষেক হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে ধওয়নের পারফরম্যান্স ভাল না হওয়ায় (৮ ইনিংসে ৪৪ রান) তাঁকে আপাতত দলের বাইরেই রাখা হল। ওভাল টেস্টে গোড়ালিতে চোট পাওয়া ইশান্তের বদলে ডাকা হয়েছে মহম্মদ সিরাজকে, যিনি চলতি মাসেই ভারত ‘এ’ দলের হয়ে বেঙ্গালুরুতে নেমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ৫৯ রানে আট উইকেট নেন। ইংল্যান্ডে শেষ দুই টেস্টের জন্য যাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই হনুমা বিহারীও দলে আছেন।

ইংল্যান্ডে টেস্ট সিরিজ থেকে টানা বোলিং করে যাচ্ছেন বলে এই সিরিজে বুমরা, ভুবনেশ্বরকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সচিব। বুমরা ইংল্যান্ডে তিনটি টেস্টে ১৩৩ ওভার বল করেছেন। দুবাইয়েও সব ম্যাচেই কোটার দশ ওভার করে করেন তিনি। ভুবনেশ্বরও টানা বোলিং করে চলেছেন।

ভারতীয় দল: বিরাট কোহালি (অধিনায়ক), কে এল রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (কিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Test India West Indies Shikhar Dhawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE