Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Shubman Gill

এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় বাবরের পরেই শুভমন, কোহলি-রোহিত কোথায়?

এশিয়া কাপে ভাল ফর্মে রয়েছেন ভারতের ক্রিকেটারেরা। রান পাচ্ছেন ব্যাটারেরা। উইকেট নিচ্ছেন বোলারেরাও। তাঁদের পারফরম্যান্সের প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসির ক্রমতালিকায়।

picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪২
Share: Save:

এশিয়া কাপে রান আসছে শুভমন গিলের ব্যাটে। রানের হাত ধরে আসছে পয়েন্ট। তাল মিলিয়ে এগোচ্ছেন আইসিসির এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকাতেও। নতুন যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, তাতে ক্রিকেটজীবনের সেরা জায়গায় উঠে এসেছেন ভারতের তরুণ ওপেনার।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান বজায় রেখেছেন। তাঁর পরেই রয়েছেন শুভমন। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ রানের ইনিংসের সুবাদে এই উত্থান শুভমনের। ক্রমতালিকায় এগিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারাও। পাকিস্তানেপ বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে দু’ধাপ উঠে কোহলি রয়েছেন আট নম্বরে। অন্য দিকে টানা তিন ম্যাচে অর্ধ শতরান করে রোহিত উঠে এসেছেন নয় নম্বরে। ২০১৮ সালের পর এই প্রথম এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের তিন জন ভারতীয়। চার বছর আগে প্রথম ছ’জনের মধ্যে কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন শিখর ধাওয়ান। পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পুরস্কার পেয়েছেন লোকেশ রাহুলও। ১০ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ৩৭তম স্থানে। ঈশান কিশন দু’ধাপ এগিয়ে রয়েছেন ২২ নম্বরে।

বাবর ছাড়াও পাকিস্তানের আরও দুই ব্যাটার রয়েছেন প্রথম ১০ জনের মধ্যে। ইমাম উল হক পঞ্চম স্থানে এবং ফখর জামান দশম স্থানে রয়েছেন। ক্রিকেটজীবনের সেরা জায়গায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে অনবদ্য পারফরম্যান্স তাঁকে ২১ ধাপ উপরে তুলে এনেছে। নতুন ক্রমতালিকায় বাভুমা রয়েছেন ১১ নম্বরে। পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ট্র্যাভিস হেড ছ’ধাপ এগিয়ে ২০ নম্বরে এবং মার্নাস লাবুশেন ২৪ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে রয়েছেন।

এক দিনের ক্রিকেটের বোলারদের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এশিয়া কাপে ভাল ফর্মে থাকা কুলদীপ যাদব পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছেন। যশপ্রীত বুমরা আট ধাপ এগিয়ে ২৭ নম্বরে এবং হার্দিক পাণ্ড্য ২১ ধাপ এগিয়ে ৫৬ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকাতেও হার্দিক চার ধাপ এগিয়ে ছ’নম্বরে উঠে এসেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE