প্র্যাকটিস সেশনে মিগনোলেট। ছবি: রয়টার্স।
ভক্তেরা তো কত কিছু চায়! কিন্তু চাইলেই পায় কি? কিরগিস্তানের আর্সেনের ভাগ্যে কিন্তু যেন দেবতার প্রসাদ জুটল!
টুইটারে আর্সেনের খোঁজ চালিয়ে উপহার তুলে দিয়ে গেলেন তাঁর ‘ফুটবলের ঈশ্বর’ সিমোন মিগলোলেট।
রাউন্ড ১৬-র বেলজিয়াম-জাপান ম্যাচ তখন গড়িয়ে গিয়েছে ৯৪ মিনিট। জাপানের ২-০ তাড়া করে সবে মাত্র দলের হয়ে উইনিং গোল করেছেন বেলজিয়ামের নাকার চাডলি। স্কোরবোর্ডে তখন জাপান ২, বেলজিয়াম ৩। দর্শকাসনের বেলজিয়াম-ভক্তেরা আনন্দে আত্মহারা! গ্যালারির দিকে তাকিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন বেলজিয়ামের ফুটবলাররা। হঠাৎই প্ল্যাকার্ডটি চোখে পড়ে জাপান-বেলজিয়াম ম্যাচের বিকল্প গোলকিপার মিগনোলেটের।ভক্তের কাতর প্রার্থনা, চাই তাঁর টি-শার্টটি। সাদা কাগজে মোটা করে কালো কালিতে লেখা, ‘মিগনোলেট, ক্যান আই হ্যাভ ইয়োর টি-শার্ট?’
Twitter, we found him. Meet Arsen. Travelled from Kyrgyzstan to Russia. And yes, he got my shirt. How I love social media❤ thanks all!!! #YNWA #Worldcup pic.twitter.com/CbLcmasuYq
— Simon Mignolet (@SMignolet) July 5, 2018
আরও পড়ুন: রেড ডেভিলসদের বিরুদ্ধে কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ম্যাচের পরের দিন সেই দৃশ্যের ক্যামেরাবন্দি ছবি কোনও এক সংবাদপত্রে দেখতে পান মিগনোলেট। তার পরই সেই ছবি টুইটারে পোস্ট করে ছেলেটির খোঁজ চালান এই তারকা। টুইটারে মিগনোলেটের ফলোয়ারদের এক জন অবশেষে খোঁজ দেন সেই তরুণের। তাঁর সূত্র ধরেই ভক্তের সঙ্গে দেখা করেন বেলজিয়ামের এই গোলকিপার। তুলে দেন ভক্তের কাঙ্ক্ষিত টি-শার্ট। সাক্ষাতের ছবিও টুইটারে শেয়ার করেছেন মিগনোলেট।
এর আগেও ভক্তদের নানা আবদার মেটাতে হয়েছে রোনাল্ডো-মেসি-রোনাল্ডিনহো-থিয়েগো সিলভা-র মতো তাবড় ফুটবলারদের। ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভাকে বিয়ে করতে চাওয়া অনুরাগিনীকে শান্ত করতে হয়েছিল থিয়াগোর খুলে দেওয়া টি-শার্ট আর একটা আলিঙ্গন দিয়ে।
টিম হেটেলের লনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখে অবাক হয়ে চেয়েছিল তার খুদে ভক্ত। সিআর সেভেন এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলে আচমকাই ভালবাসায় কেঁদে ফেলে সাত নম্বর জার্সিতে সেজে আসা খুদেটি।
আরও পড়ুন: রিয়ালকে গুডবাই, জুভেন্তাসেই সিআর সেভেন!
এ সব ভক্তির ঝড় সামলাতে হয়েছে লিও মেসিকেও। মাঠের নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে প্র্যাকটিস সেশনে মাঠে ঢুকে প্রিয় তারকাকে জড়িয়ে ধরতে চেয়েছেন তাঁরও ভক্ত। হাসিমুখে মিটিয়েছেন সে আবদার।
রোনাল্ডিনহো আবার ছিলেন শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। হাত মেলানোর অছিলায় তাদের সঙ্গে মেতে ওঠেন তিনি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কাজানে ব্রাজিলের সঙ্গে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। গ্যালারিতে কি মিগনোলেটের সেই টি-শার্ট পরেই উপস্থিত থাকবেন আর্সেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy