বাবার পথ ধরেই ক্রিকেটে অস্টিন ওয়া। অস্ট্রেলিয়ার ১৫ জনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন স্টিভ ওয়ার ছেলে। ২০১৮র জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপের আসর। এই তালিকায় রয়েছেন আরও এক বড় নাম। তিনি দলের সহ-অধিনায়ক উইল সাদারল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ডের ছেলে তিনি।
২০১৬তে অস্টিন ওয়া অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন। আর এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা যুব দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খেলেছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস এই দলের কোচ। প্রাক্তন ওপেনার ক্রিস রজার্সকে দেখা যাবে সহকারি কোচের ভূমিকায়।
১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘বি’তে। প্রথম ম্যাচে ১৪ জানুয়ারি ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’র অন্য দল জিম্বাবোয়ে ও পাপুয়া নিউ গিনি। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজার গ্রেগ চ্যাপেল বলেন, ‘‘এই দলে বেশ কয়েকজন দারুণ প্রতিভা রয়েছে। দারুণ টিম।’’