Advertisement
E-Paper

মুখ গোমড়া কেন? মেয়ের প্রশ্নের উত্তরে সৌরভ বললেন…

কয়েক সপ্তাহ আগেই কন্যা সানার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটিতে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৮:২৯
সৌরভের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি মেয়ে সানার। —ফাইল চিত্র।

সৌরভের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি মেয়ে সানার। —ফাইল চিত্র।

ফের বাবা-মেয়ের খুনসুটি। সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কন্যা সানার কথোপকথন আবার সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

কয়েক সপ্তাহ আগেই কন্যা সানার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটিতে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ।

সে বার সানা জিজ্ঞাসা করেছিলেন বাবাকে যে কোন ব্যাপারটা সৌরভ অপছন্দ করেন। জবাবে সৌরভ বলেন সানার অবাধ্য হয়ে ওঠাই তাঁর অপছন্দ। তার পরে সানা লেখেন যে এই ব্যাপারটা তিনি বাবার থেকেই শিখেছেন!

এই মুহূর্তে স্ত্রী ডোনা ও কন্যা সানার সঙ্গে ছুটি কাটাচ্ছেন সৌরভ। ঠিক কোথায় তাঁরা রয়েছেন, তা অবশ্য পরিষ্কার নয়। তবে সানার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে যে এক ক্রিসমাস ট্রি-র নীচে দাঁড়িয়ে আছেন সৌরভ ও সানা। তাতে সৌরভের মুখে হাসি নেই। বরং বেশ গোমড়া মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

আর এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সানা। যার জবাবে সৌরভ লিখেছেন, ‘লাভ ইউ সানা। লাভলি পিক।’ অর্থাৎ, কেন গোমড়ামুখো, তা নিয়ে আর উচ্চবাচ্য করেননি সৌরভ।

Out and about with the best ...❤️ PS:- @souravganguly do you ever plan on smiling for a picture ? 🤦🏻‍♀️

A post shared by Sana ganguly (@sanaganguly) on

Sourav Ganguly Sana Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy