কেপ টাউন এবং সেঞ্চুরিয়ন টেস্টে হারের পরই বিরাট কোহালির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন গ্রেম স্মিথ। স্মিথের পাশাপাশি কোহালির অধিনায়কত্বে ভুল হচ্ছে সেটাও মনে করিয়ে দিয়েছেন বীরেন্দ্র সহবাগ।
অনেকেই যখন তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তখন কোহালি পাশে পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
টাইমস অফ ইন্ডিয়ায় লেখা একটি প্রতিবেদনে সৌরভের মন্তব্য, “বিরাট কোহালির নেতৃত্বের ক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা হচ্ছে। আমাদের ধৈর্য রাখা উচিৎ। এটা বিদেশের মাটিতে ওর প্রথম বড় টুর্নামেন্ট।”