Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

প্রত্যেক সিরিজেই গোলাপি বলের টেস্ট খেলা উচিত ভারতের, কোহালির উল্টো সুর সৌরভের

কোহালির সঙ্গে অন্য সুরে বাজছেন সৌরভ। কারণ, নিয়মিত এই টেস্ট খেলতে আপত্তির কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি এই টেস্টকে ব্যতিক্রমী হিসেবেই দেখতে চাইছেন।

গোলাপি বলের টেস্ট দেশের অন্য মাঠেও দেখতে চাইছেন সৌরভ। ছবি: পিটিআই।

গোলাপি বলের টেস্ট দেশের অন্য মাঠেও দেখতে চাইছেন সৌরভ। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭
Share: Save:

ইডেনে গোলাপি বলে দিনরাতের টেস্টে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তাঁর বিশ্বাসকেই সিলমোহর দিয়েছে। আর তাই প্রত্যেক সিরিজেই একটা গোলাপি বলের টেস্ট খেলুক ভারত, এমনই চাইছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্বক্রিকেটের বড় শক্তিগুলোর মধ্যে ভারতই শেষ দল হিসেবে খেলেছে গোলাপি বলের টেস্টে। গত মাসে ইডেনে ভারতের প্রথম দিনরাতের টেস্টে বিপক্ষে ছিল বাংলাদেশ। সেই টেস্ট সোয়া দুই দিনে শেষ হয়ে গেলেও গ্যালারিতে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। যা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পক্ষে দুর্দান্ত ব্যাপার বলে মনে করছেন সৌরভ।

‘দ্য উইক’ ম্যাগাজিনে সৌরভ বলেছেন, “আমি এটা নিয়ে খুব আশাবাদী। এটাই সামনে চলার রাস্তা বলে মনে করছি। তবে প্রত্যেক টেস্টে এটা হবে না। যদিও সিরিজে অন্তত একটা গোলাপি বলের টেস্ট খেলাই যায়।” ভারত এর পরে নিউজিল্যান্ডে সফরে যাবে। সেখানে খেলবে দুই টেস্ট। কিন্তু তার কোনওটি এখনও গোলাপি বলের টেস্ট হিসেবে ঘোষিত হয়নি। ভারত কি তবে নিউজিল্যান্ডে গোলাপি বলে টেস্ট খেলবে, সৌরভের কথায় চর্চা শুরু ক্রিকেটমহলে।

আরও পড়ুন: ভারত না অস্ট্রেলিয়া, কার বোলিং আক্রমণ এগিয়ে? রিকি পন্টিং বললেন...​

আরও পড়ুন: রাজকীয় ডাবল সেঞ্চুরি, তবুও আইপিএলে খেলবেন না রুট​

তবে অধিনায়ক বিরাট কোহালি গোলাপি বলের টেস্টকে স্বাগত জানালেও বলেছিলেন যে এই ধরনের টেস্ট খেলার জন্য উপযুক্ত প্রস্তুতি দরকার। সেটা নিউজিল্যান্ডে মিলবে কি না, তা নিয়ে থাকছে সংশয়। কোহালির মতে, এটা নিয়মিত হওয়া উচিতও নয়। ফলে কোথাও কোহালির সঙ্গে অন্য সুরে বাজছেন সৌরভ। কারণ, নিয়মিত এই টেস্ট খেলতে আপত্তির কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি এই টেস্টকে ব্যতিক্রমী হিসেবেই দেখতে চাইছেন।

যদিও ভারতের অন্য মাঠে গোলাপি বলের টেস্ট আয়োজনে উদ্যোগী সৌরভ। তিনি বলেছেন, “গোলাপি বলে টেস্ট আয়োজনে আমার অভিজ্ঞতা তুলে ধরব বোর্ডে সবার সামনে। অন্য মাঠেও এই টেস্ট আয়োজনের চেষ্টা করব। ইডেনের পর এখন প্রত্যেকেই তৈরি। আর কেউই পাঁচ হাজার দর্শকের সামনে টেস্ট খেলতে চায় না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE