যশপ্রীত বুমরার ফিটনেস পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলে দিলেন, এ ব্যাপারে তিনি কথা বলবেন প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের সঙ্গে।
দ্রাবিড় এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, বুমরার ফিটনেস পরীক্ষা জাতীয় অ্যাকাডেমিতে করতে চাননি রাহুল এবং অ্যাকাডেমির পরিচালকেরা। তার কারণ হিসেবে বলা হচ্ছে, বুমরা চোট পাওয়ার পরে রিহ্যাব করার জন্য জাতীয় অ্যাকাডেমিতে না গিয়ে ব্যক্তিগত ভাবে অন্য ফিজিয়োর কাছে গিয়েছিলেন। তাতে মোটেও প্রসন্ন নন রাহুল এবং এনসিএ কর্তারা।
খবর হচ্ছে, এর জেরেই বুমরাকে বলে দেওয়া হয়েছে, যে-হেতু তিনি জাতীয় অ্যাকাডেমিতে না এসে নিজের উদ্যোগে অন্য ফিজিয়োদের কাছে গিয়েছিলেন, তাঁর ফিটনেস পরীক্ষাও তাই অ্যাকাডেমিতে করা যাবে না। পরীক্ষার ব্যবস্থাও ব্যক্তিগত ফিজিয়োরা করুক। এ নিয়ে সৌরভকে এ দিন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি রাহুলের সঙ্গে কথা বলব। তবে এনসিএ (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) প্রত্যেক আন্তর্জাতিক ক্রিকেটারের এক এবং একমাত্র জায়গা হিসেবেই বিবেচিত হবে।’’ যোগ করেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারকেই এনসিএ-র মাধ্যমে যেতে হবে।’’