Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sports News

রুনিদের নতুন ম্যানেজার সাউথগেট

জল্পনাটা ছিলই। ইংল্যান্ড ফুটবল দলের পরবর্তি কোচ হতে চলেছেন গ্যারেথ সাউথ গেট। সেই জল্পনায় বুধবার স্ট্যাম্প পড়ল। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ইংল্যান্ডের নতুন ম্যানেজার সাউথগেট।

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০০:২৫
Share: Save:

জল্পনাটা ছিলই। ইংল্যান্ড ফুটবল দলের পরবর্তি কোচ হতে চলেছেন গ্যারেথ সাউথ গেট। সেই জল্পনায় বুধবার স্ট্যাম্প পড়ল। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ইংল্যান্ডের নতুন ম্যানেজার সাউথগেট। ৪৬ বছরের সাউথগেট চারটি ম্যাচে ইংল্যান্ডের কোচিং করিয়েছিলেন। এ বার চার বছরের জন্য চুক্তি করা হল তাঁর সঙ্গে। তাঁর চুক্তি হল বছরে আড়াই কোটি ডলার। সাউথগেট বিখ্যাত ছিলেন ১৯৯৬এর ইউরোতে পেনাল্টি মিস করার জন্য।

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘‘ইংল্যান্ডের ম্যানেজারের দায়িত্ব পেয়ে গর্ব অনুভব করছি। তবে আমি এটাও জানি একটা দায়িত্ব নেওয়া আর সেটা সাফল্যের সঙ্গে পরিচালনা করার মধ্যে পার্থক্য রয়েছে। গত চারটি ম্যাচে এই প্লেয়ারদের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। এবং আমার বিশ্বাস এই দলে অনেক প্রতিভা রয়েছে। আমি নিজের সেরাটা দিতে তৈরি।’’ এফএর পক্ষ থেকে গ্লেন বলেছেন, ‘‘গ্যারেথের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে আমরা খুশি। ও এমন একজন যাঁকে আমরা চিনি, জানি। চারটি ম্যাচে ও খুব ভাল কাজ করেছে।’’

আরও খবর

জুনিয়র ফুটবলারদের যৌন নিগ্রহ! ২৫০ অভিযোগে কাঁপছে ব্রিটিশ ফুটবল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gareth Southgate England Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE