চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ফর্মের তুঙ্গে রয়েছে বাংলা। প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতে ওড়িশাকে দুরমুশ করা হয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৬ রানে জয়। টিম গেমের উপর ভর করে এগিয়ে চলেছে অনুষ্টুপ মজুমদারের দল। যদিও অরুণ লালের ছেলেদের মধ্যে বিন্দুমাত্র আত্মতুষ্টি ঢোকেনি। আর তাই বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের খোঁজে বঙ্গব্রিগেড।
একইসঙ্গে রান রেট বাড়িয়ে নেওয়ার ব্যাপারটাও মাথায় রাখছেন অধিনায়ক। কারণ, এই মুহুর্তে বি-গ্রূপে ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে তামিলনাড়ু। সমসংখ্যক ম্যাচে খেলে বাংলার ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটের বিচারে এগিয়ে দীনেশ কার্তিকের দল। তাদের রান রেট ২.৮৩২। সেখানের বাংলার রান রেট ২.০৫৫।
ওপেনার বিবেক সিং গত দুটো ম্যাচে ক্রিজে ঝড় তুলেছেন। এরমধ্যে আবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে অপরাজিত শতরান জ্বলজ্বল করছে। তরুণ ঈশান পোড়েল পেস বিভাগকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। দুই ম্যাচে তাঁর ঝুলিতে ৭ উইকেট। স্পিনাররাও বিপক্ষের উপর চাপ বজায় রাখছে। তবে চিন্তা মিডল অর্ডার নিয়ে। প্রথম ম্যাচে মিডল অর্ডার ব্যাট করার সুযোগ পায়নি। তবে গত ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মিডল অর্ডারের বেহাল অবস্থা প্রকট হয়েছে। এমন অবস্থায় তন্ময় আগরওয়ালের দলের বিরুদ্ধে সন্ধে ৭ টার সময় ইডেন গার্ডেন্সে নামছে বাংলা।
আরও পড়ুন: বাড়ি ফেরার পর প্রথম প্রকাশ্যে সৌরভ, দেখে এলেন অশোক ভট্টাচার্য
জয়ের ব্যাপারে প্রত্যয়ী অনুষ্টুপ মজুমদার বলছেন, ‘‘বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। এতে রান রেটের বিচারে ভাল জায়গায় থাকি। আমরা খুব ভালো ছন্দে আছি। তাই সেটা বজায় রেখে জয়ের হ্যাটট্রিক করতে চাই।’’
জৈব বলয়ে ঢোকার আগে ইডেনের নৈশালোকে অনুশীলন করেছে বাংলা। রাতের দিকে শিশির ফ্যাক্টর হলেও অনুষ্টুপ মনে করেন তাঁর দলের কোনও সমস্যা হবে না। তাঁর দাবি, ‘‘নৈশালোকে খেলা আমাদের কাছে মোটেও চ্যালেঞ্জের নয়। আমরা এই পরিবেশে অনুশীলন করেছি। আর তাছাড়া প্রতিযোগিতা জিততে হলে সব রকমের পরিস্থিতি মানিয়ে নিতে হবে।’’
আরও পড়ুন: পন্থের ইনিংস আত্মবিশ্বাস বাড়িয়েছিল বাংলার বিবেকের