Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports Ministry

খেলাধুলোর জন্য এসওপি ইস্যু করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

প্রতিটি প্রতিযোগিতার জন্য একটি কোভিড টাস্কফোর্স গঠন করবে আয়োজক কমিটি।

কিরেন রিজিজু। -ফাইল চিত্র।

কিরেন রিজিজু। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২১:৪৮
Share: Save:

দেশে ক্রীড়া ইভেন্ট পরিচালনা করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ইস্যু করতে চলেছে ক্রীড়ামন্ত্রক।

প্রতিটি প্রতিযোগিতার জন্য একটি কোভিড টাস্কফোর্স গঠন করবে আয়োজক কমিটি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ এবং তাঁদের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাহায্য ও তাঁদের কাজ দেখাশোনা করাই এই কোভিড টাস্ক ফোর্সের কাজ।

এসওপিতে উল্লিখিত নিয়মগুলির সার্বিক বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে টাস্ক ফোর্স। তা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা সময়ে সময়ে জারি করা অন্যান্য নির্দেশিকার প্রয়োগের জন্যও দায়বদ্ধ থাকবে এই টাস্ক ফোর্স।

আরও পড়ুন: ফের বোলারদের দাপট, ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিল অজিরা

ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সব পক্ষের সঙ্গে পরামর্শ করে নিয়মনীতি নির্ধারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে প্রতিযোগিতাগুলি কঠোরভাবে পরিচালনা করা হবে।

মন্ত্রক সূত্রে খবর, প্রবেশ ও প্রস্থানের দ্বারগুলিতে এবং সেই সঙ্গে দর্শকদের বসার জায়গা পর্যবেক্ষণের জন্য নজরদারি ক্যামেরা বসানোর পরিকল্পনা থাকবে।

আয়োজক কমিটি মাস্ক, ফেস শিল্ড, পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সাবান সরবরাহ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sporting Events SOP Sports Ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE