মন খারাপ রশিদ খানের। আফগানিস্তানের পতাকা মুখে এঁকে মাঠে নামলেন তিনি।
ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় খেলছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। এলিমিনেটর পর্বে তাঁর দল ট্রেন্ট রকেটসের খেলা ছিল সাদার্ন ব্রেভের বিরুদ্ধে। সেই ম্যাচে গালে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নামেন তিনি।
তালিবান সে দেশের দখল নেওয়ার পর টালমাটাল অবস্থা আফগানিস্তানের। রশিদ তাঁর দেশের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়েছেন। তালিবানের নিজের পতাকা থাকলেও রশিদ তাঁর দেশের চিরাচরিত পতাকা এঁকে মাঠে নামেন।