Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Stuart Broad

নেটমাধ্যম ছেড়ে দিতে পারেন ইংরেজ ক্রিকেটাররা, কেন?

নেটমাধ্যম ছেড়ে দিতে তৈরি হচ্ছে ইংরেজ ক্রিকেটাররা, এমনটাই জানালেন স্টুয়ার্ট ব্রড।

নেটমাধ্যম ছাড়তে পারে ইংল্যান্ড দল।

নেটমাধ্যম ছাড়তে পারে ইংল্যান্ড দল। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৫:২৬
Share: Save:

নেটমাধ্যম ছেড়ে দিতে তৈরি হচ্ছে ইংরেজ ক্রিকেটাররা, এমনটাই জানালেন স্টুয়ার্ট ব্রড। নেটমাধ্যমে একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হয়েছেন জফ্রা আর্চার, মইন আলিরা। তার প্রতিবাদেই এমন করতে পারেন ইংরেজ ক্রিকেটাররা।

ইংরেজ পেসার বলেন, “নেটমাধ্যমের অনেক সুফল রয়েছে কিন্তু সেইগুলো সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। কোনও পদক্ষেপ নিতে হলে সেটা আমাদের সাজঘরে নেতাদেরই নেওয়া উচিত। বেশ কিছু দারুণ মানুষ রয়েছে আমাদের নেতৃত্বে।”

ইংল্যান্ডে শুধু ক্রিকেট নয়, ফুটবলেও বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদে রেঞ্জার্স এবং সোয়ানসি সিটির ফুটবলার নেটমাধ্যম ছাড়ার হুমকি দিয়েছিলেন এক সপ্তাহের জন্য। এই দুই দলের একাধিক ফুটবলারকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারকেও বর্ণবৈষম্যমূলক কথা বলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ইংলিশ প্রিমিয়ার লিগেও ফুটবলারদের বার বার বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

racism England Stuart Broad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE