পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার সঙ্গে কথায় ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন সুনীল গাওস্কর। তার প্রতিক্রিয়ায় শোয়েব আখতার করেছিলেন টুইট। পাক পেসারের সেই টুইট মনে ধরেছে গাওস্করের।
গাওস্কর বলেছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে লাহৌরে তুষারপাত হওয়ার সম্ভাবনা বেশি। এর জবাবে শোয়েব টুইট করেন, “সানি ভাই, গত বছর লাহৌরে কিন্তু তুষারপাত হয়েছে। তাই কোনও কিছুই অসম্ভব নয়।” এর সঙ্গে স্মাইলিও যোগ করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। এর আগে শোয়েব বলেছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সাহায্যের জন্য ভারত ও পাকিস্তানের তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত।
আরও পড়ুন: ফ্লিনটফের স্লেজিংয়ে ক্ষিপ্ত হয়েই ব্রডকে ছয় ছক্কা, ফাঁস করলেন যুবরাজ
আরও পড়ুন: কেকেআর, সিএসকে… প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারদের দলে নিতে আইপিএল নিলামে যুদ্ধ বেধে যেত
সুনীল গাওস্কর বলেন, “লকডাউন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে স্মৃতি রোমন্থনের নানা অনুরোধ আসছে। কার প্রস্তাব গ্রহণ করব, কার নয়, এটা সহজ ব্যাপার নয়। রামিজ রাজার সঙ্গে কথোপকথন উপভোগ করেছি। তবে তার চেয়েও বেশি উপভোগ করেছি লাহৌরে তুষারপাত নিয়ে শোয়েব আখতারের অসাধারণ মন্তব্য। ও কৌতুকরসের অধিকারী এক জন পেসার। ভাল লেগেছে ওর মন্তব্য।”
Well Sunny bhai, we did have a snowfall in Lahore last year :)
— Shoaib Akhtar (@shoaib100mph) April 14, 2020
So nothing is impossible. pic.twitter.com/CwbEGBc45N