Advertisement
১৯ মে ২০২৪

ব্যর্থ রায়না, গুরকিরাতের দাপটে হার বাংলাদেশের

আটান্ন বলে পঁয়ষট্টি রান। তার পর বল করতে এসে ৫-২৯। পঞ্জাবের তরুণ তুর্কি গুরকিরাত সিংহের দাপটে বাংলাদেশ ‘এ’ ৯৬ রানে হারাল ভারত ‘এ’।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১৩
Share: Save:

আটান্ন বলে পঁয়ষট্টি রান। তার পর বল করতে এসে ৫-২৯। পঞ্জাবের তরুণ তুর্কি গুরকিরাত সিংহের দাপটে বাংলাদেশ ‘এ’ ৯৬ রানে হারাল ভারত ‘এ’।

সিরিজের প্রথম এক দিনের ম্যাচে আজ সবচেয়ে বেশি আগ্রহ ছিল তিন মাস বিশ্রামের পরে মাঠে ফেরা সুরেশ রায়নাকে নিয়ে। কিন্তু আঠাশ বল খেলে ষোলো রান করা রায়নাকে একেবারেই স্বচ্ছন্দ দেখায়নি এ দিন। বরং মনে হয়েছে, গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে একেবারেই ছন্দে নেই। রায়নার মঞ্চ এ দিন কেড়ে নেওয়ার পর গুরকিরাত বলে গেলেন, ‘‘সুযোগটা কাজে লাগাতে পারব কি না, সেটা নিয়ে চিন্তায় ছিলাম।’’

প্রথম ব্যাট করে ৩২২ তোলা ভারত ‘এ’-র হয়ে ময়ঙ্ক অগ্রবাল (৫৬) শুরুটা ভাল করলেও উন্মুক্ত চন্দ (১৬) এবং মণীশ পাণ্ডে (১) তাড়াতাড়ি ফেরায় ক্রিজে আসেন রায়না। কিন্তু নাসিরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে পর্যন্ত তাঁকে প্রতিটা বলে লড়াই করতে হল। কেদার যাদবও (০) রান না পাওয়ায় দায়িত্বটা পড়ে লোয়ার অর্ডারে সঞ্জু স্যামসন (৭৩) এবং গুরকিরাতের উপর। মূলত এই দু’জনের জন্যই ৩২২-৭ এ শেষ করে ভারত ‘এ’। বল হাতে এর পর শ্রীনাথ অরবিন্দ (৩-২৯) এবং ঋষি ধবন (২-৫১) বাংলাদেশের টপ অর্ডারকে নাজেহাল করার পর লোয়ার অর্ডারের ত্রাস হয়ে ওঠেন পঁচিশ বছর বয়সি গুরকিরাত। যাঁর অফ ব্রেকে বাংলাদেশের শেষ পাঁচ ব্যাটসম্যান আত্মসমর্পন করে গেলেন মাত্র ১৯ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suresh Raina Bangladesh A India A cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE