Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Swapna Barman

Swapna Barman: অবসাদ, নিজের কেরিয়ারে ইতি টানার ইঙ্গিত স্বপ্না বর্মনের, মানতে রাজি নন কোচ

ওয়ারাঙ্গলে জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন এশিয়ান গেমসে সোনা জেতা স্বপ্না।

স্বপ্না বর্মন

স্বপ্না বর্মন ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৪
Share: Save:

একের পর এক চোট আর দু’বছর কোভিডের জন্য অনুশীলন করতে না পারার জন্য মানসিক অবসাদে ভুগছেন স্বপ্না বর্মন। তার জেরেই খেলা ছাড়ার কথা ভাবছেন তিনি। যদিও স্বপ্নার এই দাবি মানতে রাজি নন তাঁর কোচ সুভাষ সরকার। ওয়ারাঙ্গলে জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন এশিয়ান গেমসে সোনা জেতা স্বপ্না। সেখানেও চোট ভুগিয়েছে তাঁকে। হাই জাম্পে সোনা জিতলেও আর এগোতে চান না তিনি।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্বপ্না বলেন, "আমরা শরীর আর সায় দিচ্ছে না। মানসিক ভাবেও আমি বিপর্যস্ত। মোটামুটি ঠিক করে নিয়েছি আমি আর খেলব না। তবে কিছুটা দোলাচলে রয়েছি। কলকাতায় ফিরে সিদ্ধান্ত জানাব।"

শুধু চোট নয়, কোভিডের কারণে অনুশীলন করতে না পারায় অবসাদে ভুগছেন স্বপ্না।

সুভাষ বলেন, ‘‘ও খুব আবেগপ্রবণ মেয়ে। আবেগে কিছু বলে ফেলেছে। ও খেলা ছাড়ছে না। গত দু'বছরে ঠিক করে অনুশীলন করতে পারেনি। সেই কারণে কিছুটা হতাশা গ্রাস করেছে। সঙ্গে চোটের সমস্যা অবশ্যই রয়েছে। তবে খেলা ছাড়ার ব্যাপারটা ঠিক নয়। আমি কথা বলেছি ওর সঙ্গে। কলকাতায় ফিরলে আবার কথা হবে।’’

চোটের চিকিৎসা করাতে অস্ত্রোপচার করাতে হবে স্বপ্নাকে। এখনও তা হয়নি। স্বপ্না মনে করেন, এবার তাঁকে অস্ত্রোপচার করতেই হবে। তিনি বলেন, ‘‘আমার মনে হচ্ছে অস্ত্রোপচার করাতেই হবে। এখনও পিঠের ব্যথায় ভুগছি। আর পারছি না।’’

জলপাইগুড়িতে তাঁর প্রতিবেশীদের আচরণেও ক্ষুব্ধ স্বপ্না। তিনি বলেন, ‘‘অনেকেই আমাকে ঈর্ষা করতে শুরু করেছে। মাকেও নানা ভাবে হেনস্থার স্বীকার হতে হয়েছে। আমার কারণে পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছে। আর নিতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swapna Barman Asian Games Indian Athlete
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE