Advertisement
E-Paper

টেবল টেনিসে ইতিহাস দুই বাঙালি মেয়ের, বিশ্ব জুনিয়র ডাবলসে এক নম্বরে সিন্ড্রেলা-দিব্যাংশী

মঙ্গলবার যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, ভারতীয় জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে চাইনিজ তাইপেই ও ফ্রান্সের জুটি উ জিয়া এন-উ ইং সিয়ান (৩১৯৫) এবং লিয়ানা হোচার্ট-নিনা গুও ঝেং (৩১৭০) ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:৫৫
Syndrela Das, Divyanshi Bhowmick

(বাঁদিকে) সিন্ড্রেলা দাস, দিব্যাংশী ভৌমিক (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

কলকাতার মেয়ে সিন্ড্রেলা দাসের মুকুটে নতুন পালক। বিশ্ব টেবল টেনিসে অনূর্ধ্ব১৯ মেয়েদের ডাবলস ক্রমতালিকায় এক নম্বরে চলে এল সিন্ড্রেলা। সঙ্গী আর এক বাঙালি দিব্যাংশী ভৌমিক। সে মুম্বইয়ে থাকে।

মঙ্গলবার যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, ভারতীয় জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে চাইনিজ তাইপেই ও ফ্রান্সের জুটি উ জিয়া এন-উ ইং সিয়ান (৩১৯৫) এবং লিয়ানা হোচার্ট-নিনা গুও ঝেং (৩১৭০) ।

ভারতীয় টেবল টেনিসে আরও একটি সাফল্য পেয়েছে ভারত। এই প্রথম ভারতের ছ’জন মেয়ে বিশ্ব ডাবলস র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০০-য় জায়গা করে নিয়েছে।

সিন্ড্রেলা এবং দিব্যাংশীর উত্থানের নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য। ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। বার্লিন এবং লিমার প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে তারা।

সিন্ড্রেলার পরের গন্তবয দিল্লি। সেখানে জাতীয় শিবিরে অংশ নেবে সে। এরপর বাহরিনে যাবে এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিতে।

ভারতের অন্য খেলোয়াড়দের মধ্যে তানিশা কোটেচা এবং সায়লি ওয়ানি ১৩তম (১,৫৭৫ পয়েন্ট) স্থানে রয়েছেন। দক্ষিণ এশীয় যুব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে সুহানা সাইনি এবং শ্রিয়া আনন্দ ২২তম (৮৭৫ পয়েন্ট) স্থানে রয়েছেন।

আল লিস গান এবং স্তুতি কাশ্যপ ৩৪তম (৫৬৫ পয়েন্ট) স্থানে, খেইথ ক্রুজ এবং বৈষ্ণবী জয়সওয়াল ৩৬তম (৫৬৫ পয়েন্ট) স্থানে রয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy