Advertisement
১৬ মে ২০২৪

মেসিদের আজ ইব্রা-ভীতিই নেই

লুই এনরিকে—ম্যাঞ্চেস্টার সিটির মতো দলকে দু’পর্বে সব পজিশনেই মাত করেছেন। নিজের দলকে দুর্দান্ত ফুটবল খেলানো ছাড়াও বিপক্ষের আগেরো, ইয়াইয়া তোরের মতো তারকাদের বোতলবন্দি করে রাখেন। লরাঁ ব্লা—হোসে মোরিনহোর চেলসিকে দু’পর্ব মিলিয়ে রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে মাত করেছেন। বিপক্ষের অস্কার, হ্যাজার্ড যুগলবন্দি আটকে দেওয়ার পাশাপাশি নিজের দলের লুইজ, সিলভাদের দুর্দান্ত ওভারল্যাপ করিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের খেলতে প্যারিসে মেসি। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স লিগের খেলতে প্যারিসে মেসি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০৪:৩৯
Share: Save:

লুই এনরিকে—ম্যাঞ্চেস্টার সিটির মতো দলকে দু’পর্বে সব পজিশনেই মাত করেছেন। নিজের দলকে দুর্দান্ত ফুটবল খেলানো ছাড়াও বিপক্ষের আগেরো, ইয়াইয়া তোরের মতো তারকাদের বোতলবন্দি করে রাখেন।

লরাঁ ব্লা—হোসে মোরিনহোর চেলসিকে দু’পর্ব মিলিয়ে রক্ষণাত্মক স্ট্র্যাটেজিতে মাত করেছেন। বিপক্ষের অস্কার, হ্যাজার্ড যুগলবন্দি আটকে দেওয়ার পাশাপাশি নিজের দলের লুইজ, সিলভাদের দুর্দান্ত ওভারল্যাপ করিয়েছেন।

শেষ আটের রাস্তায় দুই ইংলিশ হেভিওয়েটকে কাত করেছে তাঁদের মগজাস্ত্র। এ বার লড়াই একে অপরের বিরুদ্ধে। যখন বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা আর প্যারিস সাঁ জাঁ। খাতায়-কলমে সবার ফেভারিট বার্সা। কারণ পরিষ্কার। কোয়ার্টার ফাইনালের আগে সাঁ জাঁ মিনি হাসপাতাল হয়ে উঠেছে। চোটের জন্য প্যারিসের মাঠে অনিশ্চিত দাভিদ লুইজ, থিয়াগো সিলভার মতো ভরসার ডিফেন্ডাররা। পুরোপুরি ফিট নন ইয়োহান কাবায়ে, লুকাস মৌরাও। সবচেয়ে বড় কথা, কার্ড সমস্যায় এই ম্যাচ খেলতে পারবেন না সাঁ জাঁ মহাতারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। কিন্তু এত সমস্যার মধ্যেও প্রথম পর্বে চমকে দিতে তৈরি ব্লা। কোচের মাঝমাঠ তারকা ব্লেস মাতুইদি যেমন বলছেন, ‘‘খুব কঠিন হবে ম্যাচটা। কিন্তু আমরা আগেও প্রমাণ করেছি বার্সেলোনাকে হারাতে পারি। অনেক ফুটবলার খেলতে পারবে না। তাতেও যারা খেলব তারা একশো শতাংশ দিতে তৈরি।’’ এই মরসুমে গ্রুপ পর্বের হোম ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছিল সাঁ জাঁ। কিন্তু তখন বার্সা ফর্মে ছিল না। এখন ছবিটা উল্টো। লা লিগা শীর্ষে রয়েছে লুই এনরিকের দল। লুই সুয়ারেজের মতো স্ট্রাইকার যিনি সেই সাঁ জাঁ ম্যাচ খেলতে পারেননি, এখন ধারাবাহিক ভাবে গোল করছেন। মেসি ফের মেসির মতো খেলছেন। গোল, গোলের পাস, ডিফেন্ডারদের নাস্তানাবুদ করা সব কিছুই করছেন। নিজেও স্বীকারও করছেন এখন তিনি আবার সেরা ফর্মে বিরাজ করছেন।

‘‘গত বছর অনেক চোটের সমস্যায় ভুগেছি। তার পর মাঠে ফিরে ভাল খেলতে পারছিলাম না। কিন্তু এখন আবার নিজের সেরা ফর্মে ফিরেছি,’’ বলেছেন আর্জেন্তিনীয় মহাতারকা। মেসি। কেরিয়ারের শুরুর থেকে এখন নিজেকে অনেক পাল্টে ফেলেছেন মেসি। সেই কথা জানিয়ে এলএম টেন বলছেন, ‘‘আগে যখন খারাপ খেলতাম তিন-চার দিন কারও সঙ্গে কথা বলতাম না। এখন নিজেকে অনেক পাল্টে ফেলেছি। সময়ের সঙ্গে নিজেকে বদলেছি।’’ আর এই নতুন মেসি-রহস্য ফাঁসও করেছেন তিনিই। কারণ নাকি তাঁর শিশু পুত্র থিয়াগো। ‘‘থিয়াগোর জন্মের পরে সব কিছুই পাল্টেছে আমার জীবনে।’’

অন্য খেলায়

গঙ্গা মোটরস কাপে বুলান ক্রিকেট অ্যাকাডেমিকে (১৪৮) দশ উইকেটে হারাল মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি (১৫০-০)। মেনল্যান্ডের দিগন্ত নিয়োগী ব্যাটে ৭৮ ন:আ: ও ৩-২৫।

শ্যামবাজার ক্লাবের ফুটবল ট্রায়াল ২০-২২ এপ্রিল। সকাল ৭-টায় শ্যাম পার্কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE