শনিবার থেকে জাপানের টোকিওয় শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ন’দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২১ সেপ্টেম্বর।
ভারতের ১৯ জনের দলে আকর্ষণের কেন্দ্রে নীরজ চোপড়া। পাঁচ বছর আগে এই টোকিয়োতেই অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। নজর থাকবে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের দিকেও। তিনি ২০০ মিটারে অংশগ্রহণ করবেন।
২০২৩ সালে বুদাপেস্টে শেষ যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে ভারত ২৮ জনের দল পাঠিয়েছিল। কিন্তু এবার ভারতের কোনও রিলে দল নেই। এ বার জ্যাভলিনে এক জন মহিলা-সহ রেকর্ড পাঁচ জনকে পাঠিয়েছে ভারত।
নীরজের সঙ্গে এ বারও লড়াই বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আর্শাদ নাদিমের। গত অলিম্পিক্সে নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজকে। এ বার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
ভারতীয় দল
পুরুষ
নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন)
মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প)
গুলবীর সিংহ (৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার)
প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প)
সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প)
অনিমেষ কুজুর (২০০ মিটার)
তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস)
সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি হাঁটা)
রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি হাঁটা)
মহিলা
পারুল চৌধুরি, অঙ্কিতা ধিয়ানি (৩,০০০ মিটার স্টিপলচেজ)
অন্নু রানি (জ্যাভলিন)
প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি হাঁটা)
পূজা (৮০০ মিটার এবং ১,৫০০ মিটার)
ভারতীয়দের সময়সূচি
শনিবার, ১৩ সেপ্টেম্বর
ভোর ৪:০০- পুরুষদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— রাম বাবু, সন্দীপ কুমার
ভোর ৪:০০- মহিলাদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— প্রিয়াঙ্কা গোস্বামী
বিকেল ৪:২০- মহিলাদের ১,৫০০ মিটার, হিট— পূজা
রবিবার, ১৪ সেপ্টেম্বর
বিকেল ৩:১০- পুরুষদের হাই জাম্প যোগ্যতা অর্জন পর্ব— সর্বেশ অনিল কুশারে
বিকেল ৫:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা
সন্ধ্যা ৬:০০- পুরুষদের ১০,০০০ মিটার ফাইনাল— গুলভীর সিংহ
সোমবার, ১৫ সেপ্টেম্বর
ভোর ৫:৪৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, হিট— পারুল চৌধুরি, অঙ্কিতা ধ্যানী
বিকেল ৪:১০- পুরুষদের লং জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— মুরলি শ্রীশঙ্কর
বিকেল ৪:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, হিট— তেজস শিরসে
সন্ধ্যা ৬:২৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পারুল চৌধুরী, অঙ্কিতা ধ্যানী
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর
বিকেল ৫:০৫- পুরুষদের হাই জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— সর্বেশ অনিল কুশারে
বিকেল ৫:১০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে
সন্ধ্যা ৬:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা
সন্ধ্যা ৬:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে
বুধবার, ১৭ সেপ্টেম্বর
বিকেল ৩:৩৫- পুরুষদের ট্রিপল জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর
বিকেল ৩:৪০- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ এ— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব
বিকেল ৪:৪৫- পুরুষদের ২০০ মিটার, হিট— অনিমেষ কুজুর
বিকেল ৫:১৫- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব
বিকেল ৫:২০- পুরুষদের লং জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— মুরলি শ্রীশঙ্কর
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর
বিকেল ৩:৫৩- পুরুষদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিংহ, রোহিত যাদব
বিকেল ৪:২৫- মহিলাদের ৮০০ মিটার, হিট— পূজা
বিকেল ৫:৩২- পুরুষদের ২০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর
বিকেল ৪:০০- মহিলাদের জ্যাভলিন, (যোগ্যতা অর্জন পর্ব), গ্রুপ এ— আন্নু রানি
বিকেল ৪:৩৫- পুরুষদের ৫,০০০ মিটার, হিট— গুলবীর সিংহ
বিকেল ৫:১৫- মহিলাদের ৮০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা
বিকেল ৫:২০- পুরুষদের ট্রিপল জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর
বিকেল ৫:৩০- মহিলাদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— অন্নু রানি
বিকেল ৬:৩৬- পুরুষদের ২০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর
শনিবার, ২০ সেপ্টেম্বর
ভোর ৬:২০- পুরুষদের ২০ কিমি হাঁটা, ফাইনাল— সার্ভিন সেবাস্টিয়ান
বিকেল ৫:৩৫- মহিলাদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অন্নু রানি
রবিবার, ২১ সেপ্টেম্বর
বিকেল ৪:০৫- মহিলাদের ৮০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা
বিকেল ৪:২০- পুরুষদের ৫,০০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— গুলবীর সিংহ
এই বছর ভারতীয়দের পারফরম্যান্স
নীরজ চোপড়া (জ্যাভলিন): দোহা ডায়মন্ড লিগে মরশুমের সেরা ৯০.২৩ মিটার, প্যারিস ডায়মন্ড লিগ (৮৮.১৬ মিটার) এবং নীরজ চোপড়া ক্লাসিক (৮৬.১৮ মিটার) চ্যাম্পিয়ন, ডায়মন্ড লিগ ফাইনালে (৮৫.০১ মিটার) দ্বিতীয়।
শচীন যাদব (জ্যাভলিন): জাতীয় গেমসে সোনা (৮৪.৩৯ মিটার), এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো (৮৫.১৬ মিটার), এবং নীরজ চোপড়া ক্লাসিকে ৮২.৩৩ মিটার।
যশবীর সিংহ (জ্যাভলিন): এশিয়ান চ্যাম্পিয়নশিপে মরসুমের সেরা ৮২.৫৭ মিটার।
রোহিত যাদব (জ্যাভলিন): জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা (৮৩.৬৫ মিটার), তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে বিজয়ী (৭৪.৪২ মিটার)।
মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প): হাঁটুর অস্ত্রোপচার থেকে ফিরে মরশুমের সেরা ৮.১৩ মিটার লাফিয়ে ইন্ডিয়ান ওপেন (ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর, ভুবনেশ্বর) চ্যাম্পিয়ন।
প্রবীণ চিত্রভেল (ট্রিপল জাম্প): ফেডারেশন কাপে ১৭.৩৭ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড, এশিয়ান চ্যাম্পিয়নশিপে (১৬.৯০ মিটার) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে রুপো।
আবদুল্লাহ আবুবাকার (ট্রিপল জাম্প): বেঙ্গালুরুতে ইন্ডিয়া ওপেনে ব্যক্তিগত সেরা ১৭.১৯ মিটার।
সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প): ২.২৪ মিটার লাফিয়ে আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপে পঞ্চম।
গুলবীর সিংহ (৫০০০ মিটার/১০,০০০ মিটার): ক্যালিফোর্নিয়ার টেন-এ ১০,০০০ মিটারে ভারতীয় রেকর্ড (২৭:০০.২২) ভেঙেছেন, ৫,০০০ মিটার ইন্ডোরে জাতীয় রেকর্ড (১২:৫৯.৭৭), এশিয়ান চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা (৫,০০০ মিটার ১৩:২৪.৭৭ এবং ১০,০০০ মিটার ২৮:৩৮.৬৩), বুদাপেস্টে ৩,০০০ মিটার জাতীয় রেকর্ড (৭:৩৪.৪৯)।
অনিমেষ কুজুর (২০০ মিটার): বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসাবে যোগ্যতা অর্জন, ১০০ মিটার (১০.১৮ সেকেন্ড, গ্রিস) এবং ২০০ মিটার (২০.৩২ সেকেন্ড, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, গুমি) জাতীয় রেকর্ড, অসুস্থতা সত্ত্বেও ব্রোঞ্জ।
তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস): ইন্ডোরে ৬০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ড, হ্যামস্ট্রিং এবং নেভিকুলার চোট কাটিয়ে উঠেছেন, ন্যাশনাল ইন্টার-স্টেটে সোনা (১৩.৬০ সেকেন্ড), বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছেন।
সার্ভিন সেবাস্তিয়ান (২০ কিমি হাঁটা): এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ (ব্যক্তিগত সেরা ১:২১:১৪); ইন্ডিয়ান ওপেন (১:২১:৪৬.৪৭) চ্যাম্পিয়ন।
রাম বাবু (৩৫ কিমি হাঁটা): ইন্ডিয়ান ওপেনে সোনা (২:৩২:৫৩.৫০)।
সন্দীপ কুমার (৩৫ কিমি হাঁটা): ইন্ডিয়ান ওপেনে রুপো (২:৩৫:০৫.৭৫)।
পারুল চৌধুরি (৩,০০০ মিটার স্টিপলচেজ): এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো এবং ৯:১২.৪৬ মিনিট সময় করে জাতীয় রেকর্ড এবং টোকিয়োর ছাড়পত্র।
অঙ্কিতা ধ্যানি (৩,০০০ মিটার স্টিপলচেজ): জাতীয় গেমসে সোনা (৯:৫৩.৬৩), আমেরিকায় ম্যাংগ্রাম ইনভিটেশনালে ব্যক্তিগত সেরা ৯:৪৪.০৫, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে রুপো (৯:৩১.৯৯)।
অন্নু রানি (জ্যাভলিন): উইসল ম্যানিয়াক মেমোরিয়াল (৬২.৫৯ মিটার)-এ সোনা
প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি হাঁটা): জাতীয় রেকর্ড ২:৫৬:৩৪ (ডুডিনস্কা ৫০, স্লোভাকিয়া), অস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপে ১০ কিমি (৪৭:৫৪) সোনা।
পূজা (৮০০ মিটার/১,৫০০ মিটার): এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সেরা ২:০১.৮৯ (৮০০ মিটার) এবং ৪:১০.৮৩ (১৫০০ মিটার), তাইওয়ান ওপেনে (২:০২.৭৯ / ৪:১১.৬৩) জোড়া সোনা, ভুবনেশ্বরে ওয়ার্ল্ড কন্টিনেন্টাল ব্রোঞ্জ মিটে ১,৫০০ মিটারে সোনা।