Advertisement
E-Paper

জমে উঠেছে পৌর কাপের লড়াই

শুক্রবার হলদিয়া পৌরপাঠভবনের মাঠে হলদিয়া হাইস্কুলকে ২-০ গোলে হারায় হলদিয়া পরাণচক স্কুল। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল পরাণচকেরই। খেলার দুই অর্ধে গোল করেন পরাণচকের সহদেব দত্তশর্মা ও মহিবুল খান। ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন জয়ী দলের সদস্য অংশুমান পাত্র।

আরিফ ইকবাল খান

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এ মাসের গোড়ায় শহরের ১৬টা স্কুলকে নিয়ে শুরু হয় হলদিয়া পৌর কাপ ফুটবল। লিগ পর্যায় শেষ হওয়ার পর এখন জমে উঠেছে নক আউট পর্বের লড়াইও। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল হলদিয়া পরাণচক স্কুল, হলদিয়া পুনর্বাসন শিক্ষানিকেতন, হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন ও রামগোপালচক বিদ্যাভারতী স্কুল।

শুক্রবার হলদিয়া পৌরপাঠভবনের মাঠে হলদিয়া হাইস্কুলকে ২-০ গোলে হারায় হলদিয়া পরাণচক স্কুল। ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল পরাণচকেরই। খেলার দুই অর্ধে গোল করেন পরাণচকের সহদেব দত্তশর্মা ও মহিবুল খান। ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন জয়ী দলের সদস্য অংশুমান পাত্র।

অন্য একটি ম্যাচে এক গোলে এগিয়ে থেকেও পরাজিত হয় হলদিয়া পৌরপাঠভবন। ম্যাচের প্রথমেই পাঠভবনকে এগিয়ে দেন মহেন্দ্র মুর্মু। কিন্তু পর পর দু’টি গোল করে খেলার রাশ নিজেদের হাতে নেয় হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন। পুনর্বাসনের হয়ে গোল করেন শেখ অজিত আলি ও চয়ন দাস। ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন পুনর্বাসনের মনোজ ভুঁইয়া।

বৃহস্পতিবারের একটি কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে জয়ী হয় হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন। হলদিয়া পৌরপাঠভবনের মাঠে তারা ৫-১ গোলে হারায় হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাইস্কুলকে। প্রথমার্ধে বিবেকানন্দের হয়ে গোল করেন কৌশিক বেরা, কৃষ্ণেন্দু দাস ও জয় মাইতি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কৌশিক ও কৃষ্ণেন্দু। অরুণচন্দ্রর হয়ে ব্যবধান কমান সেন্টার ফরওয়ার্ড সঞ্জয় সামন্ত। ম্যাচের সেরা বিবেকানন্দের কৌশিক। বিবেকানন্দের টেকনিক্যাল ডিরেক্টর ও ক্রীড়া প্রশিক্ষক তপন চক্রবর্তী বলেন, “ছেলেরা গোলের মধ্যে থাকায় বড় ব্যবধানে জয় পেলাম। আশা করছি ফাইনালে উঠব।”

অন্য একটি কোয়ার্টার ফাইনালে হলদিয়া রামগোপালচক বিদ্যাভারতী শিক্ষানিকেতন ও হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড টেন ক্লাস হায়ার সেকেন্ডারি স্কুলের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয়। শেষমেশ নিষ্পত্তি হয় সাডেন ডেথে। জয়ী হয় রামগোপাল। ম্যাচের সেরা হন রামগোপালের বিক্রম সিংহ।

দু’টি ম্যাচ ঘিরেই সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকায় মাঠে কড়া পুলিশি নিরাপত্তা ছিল।

Football হলদিয়া Haldia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy