Advertisement
E-Paper

ছক পাল্টাচ্ছে ভিশনের

সব ঠিকঠাক চললে, সিএবি-র ভিশন টোয়েন্টি টোয়েন্টি প্রোজেক্টের নকশা পাল্টাতে চলেছে। এত দিন প্রোজেক্ট কোচরা ভিন্ন ভিন্ন সময় এসে ট্রেনিং করাতেন। কিন্তু এ বার থেকে সেটা পাল্টাচ্ছে। সোমবার ভিশনের ট্রেনিং সেশন আবার চালু হল। স্পিন কোচ মুথাইয়া মুরলীধরন, ব্যাটিং কোচ ভিভিএস লক্ষ্মণ ছিলেন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে। ব্যাপারটা যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০২:৫১
সোমবার লক্ষ্মণ। —নিজস্ব চিত্র।

সোমবার লক্ষ্মণ। —নিজস্ব চিত্র।

সব ঠিকঠাক চললে, সিএবি-র ভিশন টোয়েন্টি টোয়েন্টি প্রোজেক্টের নকশা পাল্টাতে চলেছে। এত দিন প্রোজেক্ট কোচরা ভিন্ন ভিন্ন সময় এসে ট্রেনিং করাতেন। কিন্তু এ বার থেকে সেটা পাল্টাচ্ছে।
সোমবার ভিশনের ট্রেনিং সেশন আবার চালু হল। স্পিন কোচ মুথাইয়া মুরলীধরন, ব্যাটিং কোচ ভিভিএস লক্ষ্মণ ছিলেন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে। ব্যাপারটা যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বিকেলে সিএবিতে বৈঠকে মুরলীদের কাছে সৌরভ তাঁদের ভবিষ্যৎ সূচি চেয়ে নেন। জানতে চান, কবে তাঁরা সময় দিতে পারছেন সেটা জানাতে। ঠিক হয়, সমস্ত কোচ সময় দিতে পারবেন, এমন একটা সময়ে ভিশন সেশন চলবে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুন পর্যন্ত এ বারের পর্ব চলতে পারে। তার পর আবার অগস্ট মাস থেকে।

এ দিকে, পি সেন ট্রফির সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ৭ উইকেটে হারাল ওয়াইএমসিএ। ইস্টবেঙ্গলের ২৯২-৯ স্কোরের জবাবে প্রমোদ চাণ্ডিলার সেঞ্চুরি (১৩৫) ও মনদীপ সিংহের (৭৮ ন:আ:) দাপটে জিতে যায় ওয়াইএমসিএ। অন্য সেমিফাইনালে সিএবি প্রেসিডেন্ট একাদশকে (২৫২-৯) ৫১ রানে হারাল কালীঘাট (৩০৩-৭)।

CAB twenty twenty v v s laxman muttiah muralitharan jadavpur university
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy