Advertisement
১৮ মে ২০২৪
Soprts

বাংলাদেশ দলের সহকারী ব্যাটিং কোচ সমরাবীরা

হাতুরুসিংহের ডেপুটি হিসেবে দ্বিতীয় মেয়াদে ২০১৯ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রুয়ান কালপাগের। সহকারী কোচ হয়েও বাড়তি দায়িত্ব হিসেবে স্পিনারদের দেখভাল করতেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৮
Share: Save:

হাতুরুসিংহের ডেপুটি হিসেবে দ্বিতীয় মেয়াদে ২০১৯ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রুয়ান কালপাগের। সহকারী কোচ হয়েও বাড়তি দায়িত্ব হিসেবে স্পিনারদের দেখভাল করতেন তিনি। কিন্তু বিসিবি-কে না জানিয়ে লম্বা সময় দলের বাইরে থাকায় কালপাগেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল বাংলাদেশ বোর্ড। যোগাযোগ বন্ধ রাখায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে। দীর্ঘ দিন সহকারী কোচ অনুপস্থিত বলে ইংলিশ ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে দিয়ে সহকারী কোচের দায়িত্ব চালাচ্ছিল বিসিবি। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল না বলে কালপাগের শূন্যতা খুব একটা টের পায়নি বাংলাদেশ। সামনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ অপেক্ষা করছে বলে রুয়ান কালপাগের শূন্যতা পূরণে দীর্ঘমেয়াদে সহকারী কোচের পরিবর্তে ব্যাটিং কনসালটেন্ট কোচ নিয়োগ করতে যাচ্ছে বিসিবি। আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার প্রাক্তন টেস্ট ক্রিকেটার থিলান সমরাবীরাকে আপত্কালীন ব্যাটিং পরামর্শদাতা কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় নেমে এ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি বলেন, “ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সমরাবীরাকে আপাতত ইংল্যান্ড সিরিজের জন্য নিয়োগ করা হল। এরপর চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করব।”

আরও পড়ুন: দুর্ভাবনার শেষ, বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ ওয়ালশ

সমরাবীরা আপাতত রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গত জুন থেকে অগস্ট- এই তিন মাস ব্রিসবেনে অজি ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস, শন মার্শদের দিয়েছেন ব্যাটিংয়ে তালিম। ৮১ টেস্টে ৫৪৬২ রানের মালিক সমরাবীরাকে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার কারণটা জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বললেন, “সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ অপেক্ষা করছে। যেহেতু রুয়ান কালপাগে দলের সঙ্গে নেই, তাই হাতুরুসিংহের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে সব কিছু সামলানো। বর্তমানে যে কোচিং স্টাফ আছে, সেই কোচিং স্টাফকে সহযোগিতা করার জন্য একজন ব্যাটিং পরামর্শক কোচ জরুরী হয়ে পড়েছে। তাই সমরাবীরাকে বেছে নেওয়া হয়েছে।”

দৈনিক ৫০০ মার্কিন ডলার ভাতা চুক্তিতে সমরাবীরা দলের সঙ্গে থাকবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দিন পর্যন্ত, ঢাকায় আসবেন ১৯ সেপ্টেম্বর- এতটুকুই জানাতে পেরেছে বিসিবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE