Advertisement
০৩ মে ২০২৪
India

সিরিজ ১-১ হোল্ডারদের, শতরানের হ্যাটট্রিক কোহালির

এ দিন পুণেতে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, বেশ কয়েকটি ম্যাচ বাদে দলে ফেরা জশপ্রীত বুমরার সামনে বেশ কিছুটা অসহায় দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের।

জয়ের পর উল্লসিত জেসন হোল্ডার। ছবি: এপি।

জয়ের পর উল্লসিত জেসন হোল্ডার। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৮:৪৭
Share: Save:

বিরাট কোহালির দুরন্ত শতরানের পরও জয়ের স্বাদ পেল না ভারত। শেই হোপ এবং অ্যাশলে নার্সের ব্যাট এবং মার্লন স্যামুয়েলসের বোলিংয়ের ধারে ভেঙে পড়ল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের শুরুতেই আন্ডারডগ বলেই ধরা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু, সেই তকমা ঘুচিয়ে শনিবার সিরিজ ১-১ করে নিল তারা। পুণেতে বিরাট কোহালির বাহিনীকে ৪৩ রানে হারিয়ে আপাতত সিরিজ জমিয়ে দিলেন জেসন হোল্ডাররা।

বিরাট বা হোপ নন, ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হলেন অ্যাশলে নার্স। মাত্র ২২ বলে ৪০ রান করার পর বল হাতেও সফল তিনি। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

এ দিন ওয়েস্ট ইন্ডিজের ২৮৩ রান তাড়া করতে নেমে ফের শতরান করেন বিরাট কোহালি। প্রথম ভারতীয় হিসাবে পর পর তিনটি একদিনের ম্যাচে শতরান করলেন বিরাট কোহালি। এ দিন ১১৯ বলে ১০৭ রান করেন ভারত অধিনায়ক। অন্য দিকে, দ্বিতীয় একদিনের ম্যাচে শেষ বলে চার মেরে ভারতের জয়ের আশায় জল ঢেলে দিয়েছিলেন যিনি, তৃতীয় একদিনের ম্যাচে শেই হোপের সেই ব্যাটে ভর করেই ২৮৪ রানের টার্গেট ভারতের সামনে তুলে দিল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: কোহালিকে ‘চেজার মাস্টার’ বানিয়েছে যে ইনিংসগুলো

আক্রমণাত্মক বিরাট। ছবি: পিটিআই।

এ দিন পুণেতে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠান অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, বেশ কয়েকটি ম্যাচ বাদে দলে ফেরা জশপ্রীত বুমরার সামনে বেশ কিছুটা অসহায় দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। এক সময় মাত্র ৫৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু, জল্পনা শুরুর আগেই ভারতীয় শিবিরে পাল্টা প্রত্যাঘাত হানেন হোপ। মাত্র পাঁচ রানের জন্য শতরান ফসকালেও মূলত তাঁর ব্যাটে ভর করেই ২৮৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ভুল বোতাম টিপে আউট দিলেন থার্ড আম্পায়ার!

অন্য দিকে, চার উইকেট পেয়েছেন বুমরা। তবে, দ্বিতীয় এক দিনের ম্যাচের মতো এ দিন তেমন কিছু করতে পারলেন না কুল-চা জুটি। কুলদীপ দুই উইকেট পেলেও মাত্র একটি উইকেট পান চহাল। আর দলে ফেরা ভুবনেশ্বর ৭০ রান খরচ করে পান মাত্র একটি উইকেট।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli West Indies India ODI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE