Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Virat Kohli is more aggresive

বিরাটের নেতৃত্বে অনেক বেশি আক্রমণাত্মক এই ভারতীয় দল

কার দল বেশি আক্রমণাত্মক? কপিল দেব না বিরাট কোহালির? ভারতীয় ক্রিকেটে তুলনা চলতেই থাকে। অধিনায়কত্বের বিচারে কেউ এগিয়ে রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো কেউ ধোনিকে। কারও কাছে ভবিষ্যতের সফলতম কোচ হতে চলেছেন বিরাট কোহালি।

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:১০
Share: Save:

কার দল বেশি আক্রমণাত্মক? কপিল দেব না বিরাট কোহালির? ভারতীয় ক্রিকেটে তুলনা চলতেই থাকে। অধিনায়কত্বের বিচারে কেউ এগিয়ে রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো কেউ ধোনিকে। কারও কাছে ভবিষ্যতের সফলতম কোচ হতে চলেছেন বিরাট কোহালি। কেউ আবার মনে করেন কপিল দেবই সেরা অধিনায়ক যাঁর হাত ধরে এসেছিল প্রথম বিশ্বকাপ।

এ বার বিরাট কোহালির দলের প্রসংশায় ১৯৮৩র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি সরাসরি তুলনাই করে বসলেন নিজের সময়ের দলের সঙ্গে। সরাসরি তাঁর দলের থেকে বিরাটের দলকেই বেশি আক্রমণাত্মক বলে দাবি করলেন তিনি। শুধু তাই নয় এটাকে সদর্থক দিকই বলছেন তিনি। কপিল দেব বলেন, ‘‘বিরাট নতুন অধিনায়ক যার একটা ভাবনা-চিন্তা রয়েছে এবং সেটা খুব আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক বিষয়টি আটের দশকে ছিল না। এই সময়টাই এমন যেখানে তোমাকে আক্রমণাত্মক ও কঠিন হতে হবে। বিরাট তেমনই একজন।’’

২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যা্ন্ড। ভারত শেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যেখানে ৩-০তে জিতেছিল ভারত। উইলিয়ামসনদের বিরুদ্ধে সেই ফলই প্রত্যাশা করছেন বিরাটরা। কপিল বলেন, ‘‘নিউজিল্যান্ডের জন্য ভারতে এসে জেতা একদমই সহজ হবে না। তবে আজকাল বিদেশের মাটিতে খেলতে আসার আগেই সবাই সেই সম্পর্কে জেনে আসে। কারণ সারা বিশ্ব জুড়ই খেলতে হয় এখন। কিউইদের এটাই এগিয়ে রাখবে।’’

শুধু কোহালি নয় পুরো দলের প্রসংশা শোনা গেল কপিলের সঙ্গে ভিভিএস লক্ষ্মণের মুখেও। বরং বিরাট কোহালিকে ভাগ্যবানই বললেন লক্ষ্মণ। যে দলের তিনি অধিনায়কত্ব করছেন সেটাই ভীষনই ভাল দল। ‘‘বিরাট কোহালি খুব ভাল জায়গায় রয়েছে। যেখানে ও ভারসাম্য যুক্ত একটা দল পেয়েছে। ব্যাটিং, ফার্স্ট বোলিং ও স্পিন বিভাগ সবই শক্তিশালী। যে কারণে নিউজিল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ।’’ এটাই সুযোগ ভারতের সামনে টেস্ট ক্রিকেটে আবার এক নম্বর জায়গা ফিরে পাওয়ার।

আরও খবর

গ্রিনপার্কের উইকেট স্পিনারদের সাহায্য করবে : রাহানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Kapil Dev VVS Lakshman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE