দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে গেলেও বিরাট কোহালির ভারত স্বপ্ন দেখিয়েছে বলে মনে করছেন রবি শাস্ত্রী। সেঞ্চুরিয়নে শেষ ওয়ান ডে ম্যাচ শুরুর আগে ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘‘বিশেষ করে প্রথম দু’টি টেস্টে হেরে যাওয়ার পরেও যে ভাবে ছেলেরা ফিরে এসে ওয়ান্ডারার্স টেস্ট জেতে এবং তার পরে ওয়ান ডে সিরিজে দাপট দেখাচ্ছে, সেটা বড় এক সাফল্যের কাহিনি হয়ে থাকবে।’’ যোগ করছেন, ‘‘এই টিমে সাহসী চরিত্রের অভাব নেই। সেটাই এই সফরে প্রমাণ হয়ে গিয়েছে।’’
টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতাতেই প্রথম দু’টি ম্যাচে হেরে সিরিজ হারায় কোহালির ভারত। কিন্তু ওয়ান্ডারার্সের বিপজ্জনক পিচে ব্যাটসম্যানদের দুঃসাহসিক ভঙ্গি কোহালিদের জেতার দিকে এগিয়ে দেয়। সেই সঙ্গে গোটা সিরিজে দারুণ বল করে যাওয়া বোলাররা ফের ২০টি উইকেট তুলে টেস্ট জয় নিশ্চিত করেন। শাস্ত্রী বলছেন, ‘‘ওয়ান্ডারার্সে জয়ের ছোঁয়া ওয়ান ডে সিরিজে নিয়ে যেতে পেরেছে ছেলেরা।’’
সিরিজ আগে জিতে গেলেও এ দিন দলে খুব বেশি পরিবর্তন করেননি কোহালি-রা।শুধু ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে আসেন শার্দূল ঠাকুর। ওয়ান ডে সিরিজ ৫-১ করার কথা ভাবছেন? জিজ্ঞেস করলে শাস্ত্রীর জবাব, ‘‘আমরা একটা করে ম্যাচ হিসেবে দেখতে চাই। ৫-১ করব নাকি ৪-২, ও রকম ভাবি না। আমরা শুধু নিজেদের কাজটা ঠিক ভাবে করার কথা ভাবি।’’