প্রথম বার টমাস কাপ জিতে রবিবার ইতিহাস তৈরি করেছে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। ফাইনালে তারা হারিয়েছে ১৪ বারের সোনাজয়ী ইন্দোনেশিয়াকে। ভারতীয় খেলোয়াড়দের নিয়ে আসমুদ্রহিমাচলে চলছে আলোচনা। এর ফাঁকেই উঠে এসেছে আর একজনের নাম। তিনি মাথিয়াস বো। ভারতের ডাবলস দলের কোচ। জয়ের জন্য প্রেমিককে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু।
বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাপসী এবং মাথিয়াস। বলিউড অভিনেত্রী এবং বিদেশের ব্যাডমিন্টন খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক সচরাচর দেখা যায় না। এ দিন ভারতের জয়ের পরেই ইনস্টাগ্রামে একটি স্টোরিতে তাপসী লেখেন, ‘মিস্টার কোচ, তুমি আমাদের সবাইকে গর্বিত করলে।’