মহিলাদের হিরো ইন্ডিয়ান ওপেন গল্ফের অন্যতম আকর্ষণ তিনি। ভারতে খেলতে আসছেন গল্ফ কিংবদন্তি টাইগার উডসের ভাইঝি চেনি নিকোল উডস! পঁচিশ বছরের পেশাদার গল্ফারের ঝুলিতে মহিলাদের পিজিএ এবং ইউরোপীয় ট্যুরের দু’টি খেতাব। টাইগারের সৎ ভাই আর্ল ডেনিসল উডস এবং সুসান উডসের মেয়ের গল্ফে হাতেখড়ি টাইগারের বাবা আর্ল উডসের কাছে। এ দিকে, গুরগাঁওয়ের ডিএলএফ গল্ফ ক্লাবের টুর্নামেন্টে পুরস্কার মূল্য তিন থেকে বেড়ে হয়েছে চার লক্ষ মার্কিন ডলার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: