আবারও শিরোনামে উঠে এল টাইগার উডসের নাম। তবে এ বার কোনও নতুন কৃতিত্বের জন্যে নয়, মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে খবরে প্রাক্তন বিশ্বসেরা এই গল্ফার। সোমবার ভোর রাতে নিজের বাড়ির সামনে ফ্লোরিডায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পরেন ৪১ বছরের এই গল্ফার। সঙ্গে সঙ্গেই আটক করে জেলে নিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সকাল ১০টা ৫০ নাগাদ পুলিশ স্টেশন থেকে ছাড়াপান উডস।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘ওমেগা দুবাই ডিসার্ট ক্লাসিক’ টুর্নামেন্টে থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর, এখন পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেয়নি পিজিএ চ্যাম্পিয়নসিপ জেতা এই গল্ফার। এই ঘটনাটির এক সপ্তাহ আগে একটি সাক্ষাতকারে টাইগার বলেন, “আমি আবার প্রফেশনাল গল্ফে ফিরে আসতে চাই। তবে এখনই এর জন্য তাড়াহুড়ো করছি না। বর্তমানে আমার রিহ্যাব চলছে। ডাক্তারদের পরামর্শ মতই ধীরে ধীরে এগোতে চাই।”
আরও পড়ুন: শুরুতেই হার এক নম্বরের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy