কিছু ক্ষণ আগে ম্যাচে টানা তিনটি বাউন্ডারি মেরেছেন। খেলার শেষে সেই বোলারকেই হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন। রাহুল দ্রাবিড় সম্পর্কে এমনই এক ঘটনার কথা জানালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার টিনো বেস্ট।
২০০৪ সালে এক দিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল ক্যারিবিয়ান জোরেবোলারের। পরের বছর শ্রীলঙ্কায় এক ত্রিদেশীয় সিরিজে দ্রাবিড়কে প্রথম বার বল করেছিলেন টিনো বেস্ট। সেই অভিজ্ঞতার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। বেস্টের কথায়, “২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপে প্রথম বার ভারতের বিরুদ্ধে খেলেছিলাম। তখনই দ্রাবিড়কে বল করেছিলাম। আর সেটা ছিল একটা অভিজ্ঞতা। টানা তিন বলে বাউন্ডারি হাঁকিয়েছিল ও। মনে আছে খেলার পর আমাদের মধ্যে কথাও হয়েছিল। দ্রাবিড় বলেছিল, ‘ইয়ং ম্যান, তোমার এনার্জি আমার ভাল লেগেছে। এই উদ্যম নিয়েই বল করো। বাউন্ডারি খেয়েছে বলে হতাশ হয়ে যেও না।’ আমার ব্যাপারটা দারুণ লেগেছিল। খুব নম্র মনে হয়েছিল দ্রাবিড়কে।”
আরও খবর: অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেটারদের ১৪ দিনের কোয়রান্টিন কাজে দেবে, দাবি ভুবনেশ্বরের