Advertisement
E-Paper

আইপিএল ফাইনাল, বিরাট কি প্রথম বার জিতবেন। রুশ-ইউক্রেন সংঘাত কোন পথে। আর কী কী নজরে

আজ আইপিএল ফাইনাল। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। যারাই জিতুক, প্রথম বার ট্রফি পাবে। অর্থাৎ, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএল ফাইনাল, প্রথম বার জিতবেন কি বিরাট, না কি আবার চ্যাম্পিয়ন শ্রেয়স

আজ আইপিএল ফাইনাল। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। যারাই জিতুক, প্রথম বার ট্রফি পাবে। অর্থাৎ, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার পর ১৮-এ এসে কি আইপিএল জয়ের স্বাদ পাবেন বিরাট কোহলি? না কি গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর এ বার পঞ্জাবকেও চ্যাম্পিয়ন করবেন শ্রেয়স আয়ার? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ড্রোন হানার পরে শান্তি আলোচনা, কোন পথে রুশ-ইউক্রেন সংঘাত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হানার পরে সোমবারই শান্তি আলোচনায় বসে দুই দেশ। তুরস্কের ইস্তানবুলে এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে ওই বৈঠক হয়। দু’পক্ষেরই যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবন্দির মুক্তির বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। বস্তুত, যুদ্ধ থামানোর জন্য জন্য বন্দিমুক্তির পাশাপাশি ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির জন্য আগে থেকেই সরব ইউক্রেন। তবে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ধারাবাহিক ভাবে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় রুশ-ইউক্রেন সংঘাতের পরিস্থিতি কোন দিকে যায়, ইউক্রেনের ড্রোনহানার পরে রাশিয়াও বড়সড় কোনও প্রত্যাঘাত করে কি না, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বে ‘অপারেশন সিঁদুর’-এর বার্তা ছড়িয়ে দেশে ফিরছেন অভিষেকরা

‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা বিশ্বব্যাপী পৌঁছে দিতে বিভিন্ন দেশে ঘুরছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝাঁয়ের নেতৃত্বে থাকা একটি প্রতিনিধিদল আজ ভারতে ফিরছে। এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে ফেরার পরে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেন কি না, সে দিকে নজর থাকবে আজ। এ ছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বে একটি প্রতিনিধিদলেরও আজ দেশে ফেরার কথা।

উত্তরে ঝড়বৃষ্টি, গরমে সেদ্ধ হতে হবে কি দক্ষিণবঙ্গকে

উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণের জেলাগুলিতে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল, খেলবেন আলকারাজ়, সাবালেঙ্কা

ফরাসি ওপেনে আজ কোয়ার্টার ফাইনালে নামছেন কার্লোস আলকারাজ় ও আলেকজান্ডার জ়েরেভ। দ্বিতীয় বাছাই আলকারাজ়ের সামনে দ্বাদশ বাছাই টমি পল। তৃতীয় বাছাই জ়েরেভ খেলবেন ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ ও ক্যামেরন নরির মধ্যে বিজয়ীর সঙ্গে। মহিলাদের সিঙ্গলসেও আজ শুরু কোয়ার্টার ফাইনাল। খেলবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। রয়েছে দ্বিতীয় বাছাই কোকো গফের খেলাও। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Tata IPL 2025 Royal Challengers Bengaluru Russia-Ukraine War Operation Sindoor Effect French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy