দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। লর্ডসে খেলা। সিরিজ় এখন ১-১। এই টেস্টের দল বুধবারই জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। চার বছর পর টেস্ট খেলবেন জফ্রা আর্চার। ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ ফিরছেন। দ্বিতীয় টেস্ট জেতার পরেই শুভমন গিল জানিয়ে দিয়েছিলেন বুমরাহ লর্ডসে খেলবেন। আজ খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নবান্নে মহাবৈঠক দেশের দুই বিরোধী দলের মুখ্যমন্ত্রীর। সব ঠিকঠাক চললে আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। বিকেলের দিকে তাঁদের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বৈঠক শেষে দুই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করতে পারেন ।
গুজরাতের বডোদরায় মহিসাগর নদীর উপর গতকাল সকালে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ভেঙে পড়া ওই সেতুটির রক্ষণাবেক্ষণের কাজ ঠিক ভাবে হয়নি বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে একাধিক বার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ওই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে আজ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে। বিভিন্ন দেশকে নতুন করে শুল্ক-চিঠি পাঠাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং মায়ানমারকে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। এ অবস্থায় ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।
উইম্বলডনে আজ মহিলাদের সিঙ্গলসের দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। তাঁর সামনে ১৩ নম্বর বাছাই আমান্ডা আনিসিমোভা। অন্য সেমিফাইনালে লড়াই অষ্টম বাছাই ইগা সিয়নটেক এবং অবাছাই বেলিন্দা বেনসিচের। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার প্রভাবে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।