Advertisement
E-Paper

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন। বিপর্যস্ত টেক্সাসে ট্রাম্প। উইম্বলডন পুরুষদের ফাইনালে কারা। আবহাওয়া। আর কী

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৭:৪৮
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

লর্ডসে শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। পাঁচ টেস্টের সিরিজ়ে ফল এখন ১-১। লর্ডসে টস হেরে প্রথমে বল করছে ভারত। দিনের শেষে ইংল‍্যান্ড ৪ উইকেটে ২৫১ রান তুলেছে। জো রুট অপরাজিত ৯৯ রানে। আজ দ্বিতীয় দিনের খেলা। বিকেল ৩:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকের খোঁজ মিলছে না। টেক্সাসের বিপর্যয়ে মৃতের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হড়পা বান কবলিত এলাকায় এখনও বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। হড়পা বানের সতর্কবার্তা সকলের কাছে সময়মতো পৌঁছোয়নি বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এরই মধ্যে আজ টেক্সাসে যাওয়ার কথা রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

রবিবার উইম্বলডনে পুরুষদের ফাইনালে কারা মুখোমুখি হবেন? আজ জানা যাবে। দুটো সেমিফাইনাল ম্যাচ আজ। প্রথম ম্যাচে মহারণ। শীর্ষ বাছাই ইয়ানিক সিনার খেলবেন ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচের বিরুদ্ধে। গত ফরাসি ওপেনে সেমিফাইনালে সিনারের কাছে হেরেছিলেন জোকোভিচ। এ বার তাঁর সামনে বদলা নেওয়ার সুযোগ। এই ম্যাচ সন্ধ্যা ৬টা থেকে। এর পর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দ্বিতীয় বাছাই ও ফরাসি ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ় এবং পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজ়। দুটো ম্যাচই দেখা যাবো স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে থামবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আজও রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে পরের সপ্তাহে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।

Weather Wimbledon 2025 Texas Donald Trump Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy