E-Paper

পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে মনু, জানা যাবে বিশ্বের দ্রুততম মানবী কে, আবার সোনার লড়াইয়ে বাইলস

অলিম্পিক্সে আজ একই দিনে তিনটি পদক জিততে পারে ভারত। লড়াইয়ে মনু, দীপিকা, ভজন। মহিলাদের ১০০ মিটারের ফাইনাল আজ। অলিম্পিক্সে সপ্তম সোনা জয়ের লক্ষ্যে নামছেন সিমোন বাইলস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ০৬:৫৩

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ একই দিনে তিনটি পদক জিততে পারে ভারত। শুটিংয়ে ২৫ মিটার পিস্তলের ফাইনালে পদক জয়ের লক্ষ্যে মনু ভাকের। এই বিভাগে তিনি অন্যতম ফেবারিট। ফলে সোনাও জিতে ফেলতে পারেন মনু। তিরন্দাজিতে পদকের লড়াইয়ে দীপিকা, ভজন। আজ জানা যাবে বিশ্বের দ্রুততম মানবী কে? মহিলাদের ১০০ মিটারের ফাইনাল আজ। পুরুষদের ১০০ মিটারের প্রাথমিক দু’টি রাউন্ডও আজ। জিমন্যাস্টিক্সে আবার সোনা জয়ের লক্ষ্যে নামছেন আমেরিকার সিমোন বাইলস।

শুটিংয়ে পদক জয়ের হ্যাটট্রিকের সামনে মনু

একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করা হয়ে গিয়েছে মনু ভাকেরের। ভারতীয় শুটারের সামনে আজ ইতিহাস এগিয়ে নিয়ে যাওয়ার পালা। পদক জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন তিনি। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনাল দুপুর ১টা থেকে। শুটিংয়ে আজ আরও একটি পদক আসতে পারে ভারতে। স্কিটে অনন্তজিৎ সিংহ নারুকা ফাইনালে উঠলে পদকের লড়াইয়ে থাকবেন। ফাইনাল সন্ধ্যা ৭টা থেকে। নারুকার যোগ্যতা অর্জন পর্ব দুপুর ১২:৩০ থেকে। এ ছাড়াও মহিলাদের স্কিটে মাহেশ্বরী চৌহান এবং রাইজা ধিলোঁ যোগ্যতা অর্জন পর্বে নামবেন দুপুর ১২:৩০ থেকে।

বিশ্বের দ্রুততম মানবী কে? জানা যাবে আজ, অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার ফাইনাল

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার ফাইনাল। আজই জানা যাবে বিশ্বের দ্রুততম মানবী কে। ফেবারিট আমেরিকার শাকারি রিচার্ডসন। এ ছাড়াও আছেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস, ডিনা অ্যাশার স্মিথ। মহিলাদের ১০০ মিটার সেমিফাইনাল রাত ১১:২০ থেকে, ফাইনাল রাত ১২:৫০ থেকে।

তিরন্দাজিতে পদকের লড়াইয়ে দীপিকা, ভজন

তিরন্দাজিতে আজ জোড়া পদক আসতে পারে দেশে। মহিলাদের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছেন দীপিকা কুমারী ও ভজন কউর। দীপিকার ম্যাচ দুপুর ১:৫২ থেকে। ভজন নামবেন দুপুর ২:০৫-এ। কোয়ার্টার ফাইনাল বিকেল ৪:৩০ থেকে, সেমিফাইনাল ৫:২২ থেকে। ব্রোঞ্জ পদকের ম্যাচ সন্ধ্যা ৬:০৩, ফাইনাল ৬:১৬ থেকে। এ ছাড়া বক্সিংয়ে নিশান্ত দেবের কোয়ার্টার ফাইনাল ম্যাচ রাত ১২:০২ থেকে। গল্ফে শুভঙ্কর শর্মা, গগনজিৎ ভাল্লারের ইভেন্ট দুপুর ১২:৩০ থেকে। সেলিংয়ে বিষ্ণু সর্বাননের ইভেন্ট বিকেল ৩:৪৫ থেকে, নেত্রা কুমাননের বিকেল ৫:৫৫ থেকে।

অলিম্পিক্সে সপ্তম সোনা জয়ের লক্ষ্যে বাইলস

আজ জিমন্যাস্টিক্সে আবার সোনা জয়ের লক্ষ্যে নামছেন আমেরিকার সিমোন বাইলস। আজ ভল্টের ফাইনাল। চ্যাম্পিয়ন হলে এ বারের অলিম্পিক্সে তৃতীয় সোনা হবে বাইলসের। সব মিলিয়ে মোট সাতটি অলিম্পিক্স সোনা হবে তাঁর। বাইলসের ভল্ট ফাইনাল সন্ধ্যা ৭:৫০ থেকে।

পুরুষদের ১০০ মিটারের প্রাথমিক রাউন্ড শনিবার

অলিম্পিক্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার। আজ শুরু হচ্ছে এই ইভেন্ট। প্রথমে রয়েছে প্রাথমিক রাউন্ড। তার পর রাউন্ড ১। জামাইকার কিসানে টমসন ফেবারিট। রয়েছেন নোয়া লিলেস। প্রিলিমিনারি রাউন্ড দুপুর ২:০৫ এবং পরের রাউন্ড বিকেল ৩:২৫ থেকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Today’s Sports Events Paris Olympics 2024

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy