গ্রাফিক: সনৎ সিংহ।
পদক জয়ের দোরগোড়ায় এসে থামতে হয়েছে। ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বিনেশকে ফাইনালে নামতে দেওয়া হয়নি। এই নিয়ে বিতর্ক চলছেই। সব খবর।
কলকাতা ফুটবল লিগে আজ মোহনবাগান-জর্জ টেলিগ্রাফ ম্যাচ। জিতলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে তারা। জয়ের হ্যাটট্রিকের সামনে বাগান। অলিম্পিক্সে আজ মহিলাদের ম্যারাথন।
অলিম্পিক্স ফাইনাল থেকে বাদ পড়া বিনেশের সব খবর
পদক জয়ের দোরগোড়ায় এসে থামতে হয়েছে। অলিম্পিক্সে সোনার দৌড়ে থাকা বিনেশ ফোগাটের ফাইনালে খেলাই হয়নি। নির্ধারিত মাপের থেকে ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বিনেশকে ফাইনালে নামতে দেওয়া হয়নি। এই নিয়ে বিতর্ক চলছেই। সব খবর।
কলকাতা লিগে মোহনবাগানের সামনে জর্জ টেলিগ্রাফ, জয়ের হ্যাটট্রিক করতে পারবে বাগান?
কলকাতা ফুটবল লিগে আজ অষ্টম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সাত ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে সবুজ-মেরুন। আজ জিতলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে তারা। শেষ দু’টি ম্যাচে জেতা বাগানের সামনে এ বার জর্জ টেলিগ্রাফ। খেলা শুরু বিকেল ৩টে থেকে।
অলিম্পিক্স মহিলাদের ম্যারাথন আজ, কে চ্যাম্পিয়ন হবেন?
আজ অলিম্পিক্সের মহিলাদের ম্যারাথন। ১০০ মিটার দৌড়ের পর এই ইভেন্টের আকর্ষণই সবচেয়ে বেশি। দৌড় শুরু সকাল ১১:৩০ থেকে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ড্র হওয়ার দিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট
আজ দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের শেষ দিন। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট ড্র হওয়ার দিকে। খেলা শুরু সন্ধ্যা ৭টায়। ম্যাচের সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy