চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ই ছিল রোহিত শর্মার দলের সামনে প্রস্তুতির শেষ সুযোগ। পরীক্ষা-নিরীক্ষা সেরে নিয়েছেন কোচ গৌতম গম্ভীর। চোটের জন্য নেই জসপ্রীত বুমরাহ। প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের সব খবর।
শনিবার আইএসএলে মোহনবাগানের খেলা। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কী বলছেন কোচ হোসে মোলিনা? এ ছাড়াও থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, আইএসএলের ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি শেষ রোহিতদের, সব খবর
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ই ছিল রোহিত শর্মার দলের সামনে প্রস্তুতির শেষ সুযোগ। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিয়েছেন কোচ গৌতম গম্ভীর। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। নিঃসন্দেহে ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের সব খবর।
আইএসএলে মোহনবাগানের খেলা পরশু, কেরালার বিরুদ্ধে কী ছক সাজাচ্ছেন মোলিনা?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
শনিবার আইএসএলে ২১ নম্বর ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। পরশু বিপক্ষে কেরালা ব্লাস্টার্স। কোচিতে খেলতে যাওয়ার আগে কী বলছেন কোচ হোসে মোলিনা? থাকছে মোহনবাগানের সব খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর পর চোট, কী ভাবে সামলাচ্ছে দলগুলি?
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের জন্য একের পর এক ধাক্কা খাচ্ছে দলগুলি। সবচেয়ে খারাপ অবস্থা অস্ট্রেলিয়ার। দল নির্বাচনের পরে তাদের চার জন ক্রিকেটার ছিটকে গিয়েছেন। জসপ্রীত বুমরাহকে না পেয়ে ধাক্কা খেয়েছে ভারতও। এই পরিস্থিতিতে কী ভাবে পরিকল্পনা করছে দলগুলি?
আইএসএলে জামশেদপুর বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ
আইএসএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি জামশেদপুর ও নর্থইস্ট ইউনাইটেড। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট জামশেদপুরের। নর্থইস্ট একটি ম্যাচ বেশি খেলেছে। তাদের পয়েন্ট ২৯। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।