Advertisement
১২ অক্টোবর ২০২৪
Today’s Sports Events

আইএসএলে নামছে ইস্টবেঙ্গল, হকিতে ভারত বনাম পাকিস্তান, খেলায় রয়েছে আর কী কী?

আইএসএলে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে বেঙ্গালুরু। হকিতে ভারত-পাকিস্তান লড়াই। রয়েছে দলীপ ট্রফির জোড়া ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আটটি ম্যাচ। স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৮
Share: Save:

শুরু হয়ে গিয়েছে আইএসএল। প্রথম দিন নেমেছিল মোহনবাগান। আজ দ্বিতীয় দিন নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের সামনে বেঙ্গালুরু। এটি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ।

হকিতে ভারত-পাকিস্তান লড়াই। রয়েছে দলীপ ট্রফির জোড়া ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আটটি ম্যাচ। খেলবে ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল। স্প্যানিশ লিগে রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ।

আইএসএলে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, বিপক্ষে বেঙ্গালুরু

আইএসএলে আজ নামছে ইস্টবেঙ্গল। শুরুতেই তাদের অ্যাওয়ে ম্যাচ। খেলতে হবে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে। কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ কি জয় দিয়ে এ বারের আইএসএল অভিযান শুরু করতে পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ভারত বনাম পাকিস্তান, হকিতে বড় ম্যাচ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াই দুই দেশের

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ ভারত বনাম পাকিস্তান লড়াই। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ মুখোমুখি দুই দেশ। ভারত চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকলেও তারা ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। তিনটি ম্যাচ খেলে তারা একটি জিতেছে, দু’টি ড্র করেছে। তাদের পয়েন্ট পাঁচ। আজ খেলা শুরু দুপুর ১:১৫ থেকে। এর আগে মালয়েশিয়া-কোরিয়া ম্যাচ রয়েছে সকাল ১১টা থেকে। জাপান-চিন ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

দলীপে চালকের আসনে মায়াঙ্কেরা, হার বাঁচাতে পারবেন শ্রেয়সেরা?

দলীপ ট্রফিতে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় মায়াঙ্ক আগারওয়ালের ভারত এ দল। তারা ২২২ রানে এগিয়ে, হাতে ৯ উইকেট। তারা শ্রেয়স আয়ারের ভারত ডি দলকে ১৮৩ রানে শেষ করে দিয়েছে। তৃতীয় দিন মায়াঙ্কদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব রান তুলে শ্রেয়সদের ব্যাট করতে পাঠানো। অন্য ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের ভারত সি দল বড় রান তুলেছে। তাদের ৫২৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে অভিমন্যু ঈশ্বরণের ভারত বি দল বিনা উইকেটে ১২৪ রান তুলেছে। তৃতীয় দিন দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল, ম্যান সিটি, ইউনাইটেড, চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চতুর্থ ম্যাচ খেলতে নামছে ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে সাদাম্পটন। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে পাঁচটি ম্যাচ। খেলবে লিভারপুল-নটিংহ্যাম ফরেস্ট, ম্যাঞ্চেস্টার সিটি-ব্রেন্টফোর্ড, ফুলহ্যাম-ওয়েস্টহ্যাম, ক্রিস্টাল প্যালেস-লিস্টার সিটি, ব্রাইটন-ইপসউইচ টাউন। রাত ১০টায় অ্যাস্টন ভিলা-এভার্টন, রাত ১২:৩০ থেকে চেলসি-বোর্নমাউথ ম্যাচ। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগ

লা লিগায় রয়েছে কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের ম্যাচ। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে তারা খেলতে নামবে। সেই ম্যাচ রাত ১২.৩০টা থেকে। এ ছাড়া, মায়োরকা-ভিয়ারিয়াল (বিকেল ৫.৩০টা), এস্প্যানিয়ল-আলাভেস (সন্ধ্যা ৭.৪৫টা), সেভিয়া-গেটাফে (রাত ১০টা) ম্যাচ রয়েছে। দেখা যাবে জিএক্সআর ডট ওয়ার্ল্ড ওয়েবসাইটে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE