Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Tokyo Olympics 2020

লকডাউন বাড়ল জাপানে, তবু আত্মবিশ্বাসী অলিম্পিক্স আয়োজকরা

অলিম্পিক্স শুরু হতে দু’মাসও বাকি নেই। কিন্তু জাপানে করোনার প্রকোপ কমছেই না।

চিন্তা বাড়ছে অলিম্পিক্স নিয়ে।

চিন্তা বাড়ছে অলিম্পিক্স নিয়ে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৬:১৭
Share: Save:

অলিম্পিক্স শুরু হতে দু’মাসও বাকি নেই। কিন্তু জাপানে করোনার প্রকোপ কমছেই না। শুক্রবারই আপৎকালীন অবস্থার মেয়াদ বাড়িয়ে ২০ জুন পর্যন্ত করা হতে চলেছে। আয়োজকরা এখনও আত্মবিশ্বাসী, কিন্তু নয়া ব্যবস্থা চিন্তা বাড়াচ্ছে ক্রীড়াবিদদের। আপৎকালীন অবস্থা অনেকটা লকডাউনের মতোই।

টোকিয়ো-সহ আটটি এলাকায় ৩১ মে-তেই আপৎকালীন অবস্থা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক কালে গুরুতর রোগীর সংখ্যাও ক্রমশ বাড়ছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছু কমেছে। জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেছেন, “ওসাকা এবং টোকিয়োতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।”

চিন্তা আরও বাড়িয়েছে টিকা দেওয়ার গতি কমে যাওয়ায়। স্থানীয় মানুষের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে সরকারকে। বেশিরভাগ দেশবাসীই চাইছেন অলিম্পিক্স বাতিল করা হোক। তবে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এবং আয়োজকদের তরফে জানানো হয়েছে, টোকিয়োয় যদি সেই সময় আপৎকালীন অবস্থাও থাকে, তাহলেও অলিম্পিক্স হবেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE