চলতি টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারতের পুরুষ হকি দল। অস্ট্রেলিয়ার কাছে ৭–১ গোলে লজ্জার হার হজম করল টিম ইন্ডিয়া। এ দিন শুরু থেকে শেষ পর্যন্ত মোটেও ছন্দে ছিল না মনপ্রীত সিংহের দল। ফলে ১৯৭৬ সালের পর অলিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পারল না ভারত।
ছন্নছাড়া রক্ষণের সঙ্গে একাধিক পেনাল্টি কর্নারের সুযোগ হেলায় হারানো। এটাকেই অসহায় আত্মসমর্পণের বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও, সেখান থেকে একটিও গোল করতে পারেনি ভারত। অন্যদিকে অজিরা সেই পেনাল্টি কর্নারগুলিকে কাজে লাগিয়ে একের পর এক গোল করে চলে গেল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থাকলেও প্রথম ম্যাচে ৩-২ ব্যবধানে জয় এসেছিল। সেই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন হরমনপ্রীত সিংহ ও গোলরক্ষক শ্রীজেশ। তবে রবিবার জ্বলে উঠতে পারেননি এই দুই অভিজ্ঞ খেলোয়াড়। ফলে মাথা নিচু করে মাঠ ছাড়ল ভারত।