টোকিয়ো অলিম্পিক্সের মশাল দৌড় শুরু হচ্ছে আর ঠিক ১০০ দিন পরে। ২৫ মার্চ থেকে জাপানের উত্তরপূর্বের ফুকুশিমা থেকে এই মশাল দৌড় শুরু হবে। কিন্তু এখনও প্রশ্ন রয়েছে আদৌ টোকিয়োতে ২০২১ সালে অলিম্পিক হবে তো? জাপানের ৩০ শতাংশ মানুষ ভোট দিয়ে জানিয়েছেন, অলিম্পিক্স বাতিল করে দেওয়া হোক।
উদ্যোক্তারা অবশ্য অলিম্পিক্স আয়োজন নিয়ে আশাবাদী। তারা মশাল দৌড়ের যাবতীয় পরিকল্পনাও করে ফেলেছেন। মশাল দৌড়ে ১০ হাজার জনের অংশ নেওয়ার কথা। টোকিয়ো অলিম্পিক্স আয়োজক কমিটির ভাইস ডিরেক্টর জেনারেল ইউকিহিকো নুনোমুরা বলেন, ‘‘আমরা মশাল দৌড়ের আগে এবং দৌড় চলাকালীন সমানে কোভিড-১৯ নিয়ে পর্যবেক্ষণ করে যাব। আমরা এমনিতেই পুরো অনুষ্ঠানটা যতটা সম্ভব ছোট এবং সহজ রাখার চেষ্টা করছি। যতটা সম্ভব কম মানুষকে যুক্ত করছি আমরা।’’
আরও পড়ুন: ব্যালন ডি’অরের স্বপ্নের দলে মেসি, রোনাল্ডো, মারাদোনা, পেলে