Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বেঞ্জেমাকে নিয়ে অশান্তি রিয়ালে

স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, প্রথম ম্যাচের পরেই নাকি পর্তুগিজ তারকা ম্যানেজারকে ‘নির্দেশ’ দিয়েছেন দ্বিতীয় পর্বের ম্যাচে করিম বেঞ্জেমাকে বাদ দিতে হবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৪
Share: Save:

জিনেদিন জিদান বুধবার রাতে ম্যাচ জেতার পরেই সতর্ক করে দিয়েছিলেন তাঁর দলকে। প্যারিস সঁ জরমাঁ-র বিরুদ্ধে দ্বিতীয় পর্বের দ্বৈরথ সহজ হবে না, এই ছিল তাঁর সতর্কবাণী। তিন সপ্তাহ পরে সেই ম্যাচে নামার আগেই অশান্তির আগুন জ্বলার ইঙ্গিত রিয়াল মাদ্রিদের সংসারে। যার কেন্দ্রে বুধবারের জয়ের নায়ক— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ঘটনাটা কী?

স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, প্রথম ম্যাচের পরেই নাকি পর্তুগিজ তারকা ম্যানেজারকে ‘নির্দেশ’ দিয়েছেন দ্বিতীয় পর্বের ম্যাচে করিম বেঞ্জেমাকে বাদ দিতে হবে। রোনাল্ডো মনে করেন ৪-৪-২ ছকেই রিয়ালের খেলা উচিত। এতে গোল খাওয়া এড়ানো যাবে। তাই তিনি আক্রমণে জুটি বাঁধতে চান গ্যারেথ বেলের সঙ্গে। তিনি চান ইস্কো খেলুন ডিফেন্সিভ ব্লকার হিসেবে। এই কারণেই বেঞ্জেমাকে প্রথম একাদশের বাইরে রাখার কথা বলেছেন জিদানকে। সি আর সেভেন আরও মনে করেন, বেলের সঙ্গে জুটি বেঁধেই প্যারিস সঁ জরমাঁ-র রক্ষণকে চাপে রাখতে পারবেন তাঁরা।

রোনাল্ডোর এই ‘নির্দেশ’-এর কথা ফাঁস হতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, রোনাল্ডোর এই কথাতেই পরিষ্কার রিয়ালের ড্রেসিংরুমের পরিবেশ কী রকম উত্তপ্ত। এর প্রভাব পারফরম্যান্সে পড়বে কি না সেই প্রশ্নও উঠছে।

জিদান জানেন তাঁর দলের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে দ্বিতীয় পর্বের ম্যাচে। ৩-১ প্রথম পর্বের ম্যাচে জিতলেও ৬ মার্চ প্যারিসে নেমাররা যদি রোনাল্ডোদের ২-০ হারাতে পারেন তা হলেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবে রিয়াল।

তাই দলের উদ্দেশে আগেই তিনি বলে রেখেছেন, ‘‘তোমরা আজ খুশি হতে পারো। কিন্তু তিন সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু আর একটা পরীক্ষায় নামতে হবে। সেটা কিন্তু সহজ হবে না। এখও সব শেষ হয়নি। আমাদের আরও ৯০ মিনিট বা তার বেশি লড়তে হবে।’’

রোনাল্ডোরা এই পরীক্ষায় নামার আগেই আবার হুঁশিয়ারি এল তাঁদের প্রতিপক্ষ শিবির থেকে। প্যারিস সঁ জরমাঁ-র তারকা কিলিয়ান এমবাপে সতর্ক করে দিলেন রিয়ালকে। ফরাসি ফুটবলার বলেছেন, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জিতে তাঁরা ইতিহাস গড়তে তৈরি। এমবাপে মনে করেন দ্বিতীয় পর্বে তাঁদের ঘুরে দাঁড়ানোর মতো শক্তি রয়েছে। ঠিক যে ভাবে গত বার শেষ ষোলোর লড়াইয়ে বার্সেলোনার বিরুদ্ধে তাঁরা পারফর্ম করেছিলেন।

১৯ বছর বয়সি ফরাসি তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটা হার মেনে নেওয়া খুব কঠিন। তবে এখনই সব শেষ হয়ে যায়নি। আমরা আর একটা যুদ্ধে জিতে পরের পর্বে যেতে পারি। আমাদের দলের সেই শক্তি রয়েছে। তবে তার সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞতা চাই।’’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘ঘরের মাঠে সমর্থকরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা জান-প্রাণ লড়িয়ে দেব ইতিহাস তৈরি করতে। এটাই প্যারিস।’’

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের বেশি কখনও এগোয়নি পিএসজি। ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে নেমাররা এ বার ইতিহাস তৈরি করতে পারেন কি না তার দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karim Benzema Football Footballer Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE