Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Euro Cup 2020

Euro 2020: ফ্রান্স শিবিরে ঝামেলা, দুই ফুটবলারের পরিবারকে কটূক্তি আর এক ফুটবলারের মা-র

সোমবারের ম্যাচে পেনাল্টি শুট-আউটে কিলিয়ান এমবাপে গোল করতে পারেননি।

আদ্রিয়েন হাবিয়ো।

আদ্রিয়েন হাবিয়ো। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৬:১৫
Share: Save:

সুইৎজারল্যান্ডের কাছে ইউরো কাপে হেরে গিয়ে এমনিতেই ফ্রান্স শিবির যথেষ্ট হতাশ। এর মধ্যেই এমন একটি ঘটনা প্রকাশ পেল যা গোটা দলের অস্বস্তি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

দলের দুই ফুটবলারের পরিবারকে আক্রমণ করলেন আর এক ফুটবলারের মা। পাল্টা তর্কাতর্কিও হল কিছুক্ষণ।

সোমবারের ম্যাচে পেনাল্টি শুট-আউটে কিলিয়ান এমবাপে গোল করতে পারেননি। তারপরে আদ্রিয়ান হাবিয়োর মা ভেরোনিক গ্যালারিতে তাঁর সামনে বসে থাকা এমবাপের মা ও বাবাকে কটূক্তি করেন।

ভেরোনিক বলেন, এমবাপের উচিত নিজের অহঙ্কার আরও কমানো। কম বয়সে সাফল্য পেয়ে তাঁর নাকি মাথা ঘুরে গিয়েছে।

জার্মানি ম্যাচের পোগবার (বাঁ দিকে) সঙ্গে হাবিয়ো (মাঝে)।

জার্মানি ম্যাচের পোগবার (বাঁ দিকে) সঙ্গে হাবিয়ো (মাঝে)। ছবি রয়টার্স

পাল্টা এমবাপের মা-বাবা উত্তর দেন। ভেরোনিকের সঙ্গে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। এরপর পল পোগবার মা-কেও কটূক্তি করেন ভেরোনিক। বলেন, দেশের হয়ে খেলাকে কোনওদিনই গুরুত্ব দেন না পোগবা।

দলের ফুটবলারদের বাবা-মায়ের মধ্যে এমন ঝামেলা তীব্র অস্বস্তি নিয়ে এসেছে শিবিরে। প্রভাব পড়েছে দলের অন্দরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

france Paul Pogba Mbappe Euro Cup 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE