Advertisement
১০ মে ২০২৪
Jimmy Neesham

Euro Cup Final 2020: ফুটবলে ইংল্যান্ড হারতেই ক্রিকেট বিশ্বকাপে হারের জ্বালা মেটালেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

প্রাক্তন ক্রিকেটার স্টাইরিশ লেখেন, ‘আমি বুঝতেই পারছি না। ইংল্যান্ড তো বেশি কর্নার পেয়েছে, ওরা কেন জিতবে না?’ 

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের হতাশ নিশাম, গাপ্টিল।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারের হতাশ নিশাম, গাপ্টিল। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৯:৫৪
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল টাই হয়ে যাওয়ার পর কম চার মারার জন্য হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে। সেই হারের জ্বালা দু’ বছর বাদেও ভুলতে পারছেন না কিউইরা। ইউরো কাপের ফাইনালে পেনাল্টিতে ইংল্যান্ডের হার দেখে তাই খোঁচা দিতে ছাড়লেন না জিমি নিশাম, স্কট স্টাইরিশরা।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশাম কটাক্ষ করে টুইট করেন, ‘পেনাল্টি কেন? কে বেশি পাস দিয়েছে তাই দিয়ে জয়ী ঘোষণা করা হোক।’

প্রাক্তন ক্রিকেটার স্টাইরিশ লেখেন, ‘আমি বুঝতেই পারছি না। ইংল্যান্ড তো বেশি কর্নার পেয়েছে, ওরা কেন জিতবে না?’

দুজনেই বুঝিয়ে দিলেন আইসিসি-র নিয়মে বেশি চার মারার জন্য ইংল্যান্ডের বিশ্বকাপ জয় এখনও হজম হয়নি তাঁদের। প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এসেও ফিরতে হয়েছিল নিউজিল্যান্ডকে। সেই জ্বালায় ইউরো কাপে একেবারেই ইংল্যান্ডের জয় দেখতে চাননি তাঁরা।

গত রবিবার ইউরো ফাইনালে ইংল্যান্ড ও ইটালির ম্যাচ প্রথম ৯০ মিনিটে অমীমাংসিত থাকে। পরে অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও খেলার ফয়সালা হয়নি। টাই ব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইটালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Zealand England Jimmy Neesham Scott Styris
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE