Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Uruguay

৩১টি ক্লাবে খেলে গিনেস বুকে নাম তোলা উরুগুয়ের ফুটবলার অবসর নিলেন

উরুগুয়ের হয়ে দুটো বিশ্বকাপে অংশ নেন এই স্ট্রাইকার। দেশের হয়ে ৭০টি ম্যাচে খেলে ২৬টি গোল করেছেন তিনি।

সেবাস্তিয়ান আব্রিউ অবসর নিলেন।

সেবাস্তিয়ান আব্রিউ অবসর নিলেন। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৬:০১
Share: Save:

উরুগুয়ের হয়ে কোপা আমেরিকাজয়ী ফুটবলার সেবাস্তিয়ান আব্রিউ অবসর নিলেন। ৪৪ বছর বয়সে এসে খেলা থামানোর সিদ্ধান্ত নিলেন তিনি। সব থেকে বেশি ক্লাবে খেলে গিনেস বুকে নাম তুলেছিলেন সেবাস্তিয়ান। ২৬ বছরের ফুটবল জীবনে ৩১টি ক্লাবে খেলেছেন তিনি।

উরুগুয়ের হয়ে দুটো বিশ্বকাপে অংশ নেন এই স্ট্রাইকার। দেশের হয়ে ৭০টি ম্যাচে খেলে ২৬টি গোল করেছেন তিনি। ২০১১ সালে কোপাজয়ী উরুগুয়ে দলের সদস্য ছিলেন সেবাস্তিয়ান। ১৯৯৬ থেকে ২০১২ সাল অবধি উরুগুয়ের হয়ে খেলেন তিনি। সেবাস্তিয়ান বলেন, “২৬ বছর পর সরে দাঁড়ালাম। আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। প্রথম ডিভিশনের দলে খেলতে খেলতেই অবসর নিতে পারছি। দলও এই মুহূর্তে ভাল জায়গায় রয়েছে।”

উরুগুয়ে, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, মেক্সিকো, ইজরাইল, গ্রিস, প্যারাগুয়ে, ইকুয়েডর, চিলে এবং এল সালভাদরের মতো ১১টি দেশের ক্লাবে খেলেছেন সেবাস্তিয়ান। ২০১৭ সালে ২৬তম দলে সই করে গিনেস বুকে নাম তোলেন তিনি।

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football Guinness World Records Uruguay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE