Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Vaishali Rameshbabu

সেরাকে হারিয়ে বড় চমক বৈশালীর

এর আগে গ্রুপের ম্যাচে শক্তিশালী দুই প্রতিপক্ষ ভ্যালেন্টিনা গুনিনা ও আলিয়ানা কাশলিনস্কায়াকে হারিয়েছিলেন বৈশালী।

প্রত্যয়ী: স্পিড চেস প্রতিযোগিতায় খেতাব জয় নিয়ে আশাবাদী বৈশালী।

প্রত্যয়ী: স্পিড চেস প্রতিযোগিতায় খেতাব জয় নিয়ে আশাবাদী বৈশালী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:০৪
Share: Save:

ফিডে চেস ডট কম আয়োজিত মহিলা স্পিড চেস চ্যাম্পিয়নশিপে প্রাক্তন বিশ্বজয়ী দাবাড়ু বুলগেরিয়ায় আন্তোনেতা স্তেফানোভাকে হারালেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর বৈশালী। ম্যাচের ফল ৬-৫।

কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ে বেড়ে ওঠা এই দাবাডুর প্রতিপক্ষ মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার মুঙ্খজুল তুরমুঙ্খ।

এর আগে গ্রুপের ম্যাচে শক্তিশালী দুই প্রতিপক্ষ ভ্যালেন্টিনা গুনিনা ও আলিয়ানা কাশলিনস্কায়াকে হারিয়েছিলেন বৈশালী। জয়ের পরে তাঁর প্রতিক্রিয়া, ‘‘প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলে তাঁর বিরুদ্ধে জয় পাওয়া জীবনের অন্যতম সাফল্য।’’ যোগ করেন প্রথম এক ঘণ্টার পরে ৫.৫-২.৫ ফলে জিতছিলাম। কিন্তু ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় বিপক্ষ ব্যবধান কমিয়ে ফেলেছিল।’’

চেন্নাইয়ের এই দাবাড়ুর ভারতের দাবা-বিষ্ময় আর প্রজ্ঞানানন্দের বোন। ২০১৭ সালে এশীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিলেন বৈশালী।

তবে বৈশালী জিতলেও প্রথম রাউন্ডেই হারলেন ভারতের কোনেরু হাম্পি। ভিয়েতনামের প্রতিপক্ষের কাছে তিনি পরাজিত হন ৪.৫-৫.৫ ফলে। এক সময়ে দু’জনেরই পয়েন্ট ছিল ৩.৫। কিন্তু চূড়ান্ত পর্বে ভিয়েতনামের দাবাড়ু প্রথম দুই গেম জিতে গেলে হার স্বীকার করতে হয় হাম্পিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vaishali Rameshbabu Chess
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE