লকডাউনে ঘরবন্দি অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। এই সময় টিকটকে তাঁর উপস্থিতি নজর কাড়ছে নেটাগরিকদের। সম্প্রতি ‘মুকাবিলা’ গানের সুরে স্ত্রীর সঙ্গে নেচেছেন তিনি। টিকটকে বানানো সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
সেই টিকটক ভিডিয়ো ইনস্টাগ্রামে আপলোড করার পর ২৪ ঘণ্টা পেরনোর আগেই দেখা হয়েছে ১৫ লক্ষেরও বেশি বার। ভিডিয়োটিতে লাইক পড়েছে পাঁচ লক্ষের কাছাকাছি।
ভিডিয়োটি আপলোড করে তিনি ট্যাগ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে। তা করে তিনি নেটাগরকিদের জিজ্ঞাসা করেছেন, এই গানে কে বেশি ভাল নেচেছেন? শিল্পা না তিনি ও তাঁর স্ত্রী ক্যান্সিড ওয়ার্নার? দেখুন সেই ভিডিয়ো—
Who was better @candywarner1 and I or @theshilpashetty 😂😂 #theoriginals @prabhudevaofficial
আরও পড়ুন: ধারাভাষ্য দেওয়ার আহ্বান, কিন্তু যুবরাজের পছন্দ...
আরও পড়ুন: জার্মানির লিগে আতঙ্ক ফেরাল অন্তরঙ্গ উৎসব
এই গানে সম্প্রতি একটি টিকটক ভিডিয়োয় নাচতে দেখা গিয়েছিল শিল্পা শেট্টিকে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল প্রভুদেবাকেও। সেই নাচকেই চ্যালেঞ্জ করেছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ওপেনার।
Yeh toh ‘legendary’ video-bomb ho gaya, by the one and only ##Prabhudeva!😂🤩##fyp ##tiktokindia ##tiktok ##DanceWithShilpa ##muqabla ##duetwithme ##dance