অস্ট্রেলিয়ান স্টার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ভারতের প্রতি প্রেম সবাই জানেন। তাঁর মেয়ের নামেও ভারতের ছোঁয়া রয়েছে, ইন্ডি। এবার সেই ইন্ডির সঙ্গে ক্যাটরিনা কাইফের এক আইটেম নম্বরে নাচলেন ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি সেই নাচের ভিডিয়ো।
সম্প্রতি ভিডিয়ো শেয়ারিং চিনা অ্যাপ টিকটকে পা রেখেছেন ডেভিড ওয়ার্নার। আর ফলোয়ার বাড়াতে নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন। তবে তাঁকে ভালই সঙ্গত করছে মেয়ে ইন্ডি। এখনও পর্যন্ত ওয়ার্নারের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে সাতটি ভিডিয়ো আপলোড হয়েছে, সবগুলিই কয়েক হাজার করে লাইক পেয়েছে।
ভিডিয়োগুলির মধ্যে দু’টিতে সম্প্রতি ক্যাটরিনা কাইফের একটি আইটেম নম্বরের সুরে নাচতে দেখা যাচ্ছে ওয়ার্নার ও তাঁর মেয়েকে। ক্যাটরিনা কাইফের মতো হুবহু না হলেও ওয়ার্নার ‘শীলা কি জওয়ানি...’ তে ভালই কোমর দুলিয়েছেন। কম যায়নি ওয়র্নারের মেয়েও। বাবার সঙ্গে পাল্লা দিয়েছে সেও।