ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করতে ভারতীয় ক্রিকেট দল এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ইতিমধ্যেই ওডিআই ও টি-২০ সিরিজ পকেটে পুরে নিয়েছে বিরাট ব্রিগেড। সেই জয়ে ও টেস্ট সিরিজ শুরুর মধ্যবর্তী সময়ে ক্যারিবিয়ান বিচে ছুটি কাটাতে দেখা গেল ভারত অধিনায়ককে। সেখানে বিরাটের সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা।
ক্যারিবিয়ান বিচে হাল্কা মেজাজে এই হাই প্রোফাইল দম্পতির সময় কাটানোর ছবি বুধবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন বিরাট কোহালি। তার পরই ভাইরাল হয়েছে পোস্টটি। এখনও অবধি ৩৫ লক্ষের কাছাকাছি ইউজার লাইক করেছেন সেই ছবিতে। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রতটে পাশাপাশি বসে আছেন দু’জনে। মুখে অমলিন হাসি।
দিন তিনেক আগে রঙিন বিকিনি পরে ক্যারিবিয়ান সমুদ্রতটে গায়ে রোদ মাখতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। সেই ছবি পোস্ট করে বিরাট-পত্নী লিখেছিলেন, ‘সান কিসড অ্যান্ড ব্লেসড’।
আরও পড়ুন: স্মিথ না আর্চার কাকে দেখা যাচ্ছে ভিডিয়োতে?
আরও পড়ুন: সৈকতে সময় কাটিয়ে আজ নামছে ভারত