Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারত ফেভারিট হলেও ক্লান্তি নিয়ে চিন্তায় বিরাট

ভারতীয় দল সম্পর্কে দুনিয়ার বাকি অংশের উচ্চ ধারণা থাকলেও ভারত অধিনায়ক যে নিজের দল নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, এই সত্যিটা চেপে রাখলেন না।

প্রস্তুতি: ওয়াংখেড়েতে নেট প্র্যাকটিসের ফাঁকে হাল্কা মেজাজে কোহালি। ছবি: এএফপি

প্রস্তুতি: ওয়াংখেড়েতে নেট প্র্যাকটিসের ফাঁকে হাল্কা মেজাজে কোহালি। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০৩:৫৯
Share: Save:

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজে ৪-১ হারানোর পরে এ বার সামনে নিউজিল্যান্ড। যা শুরু হচ্ছে রবিবার মুম্বইয়ের ওয়াংখে়ড়ে স্টেডিয়ামে। এই সিরিজেও নামার আগেই ভারত ফেভারিট। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের অধিনায়কের মুখেও যখন একই কথা, বিরাটদের মাঠে তাঁদের হারানো বেশ কঠিন, তাতে ভারত সম্পর্কে ক্রিকেট বিশ্বের ধারণাটা বোঝাই যায়।

ভারতীয় দল সম্পর্কে দুনিয়ার বাকি অংশের উচ্চ ধারণা থাকলেও ভারত অধিনায়ক যে নিজের দল নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, এই সত্যিটা চেপে রাখলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে নামার আগের দিনই বুঝিয়ে দিলেন, সামনে যে ঠাসা সূচি, তাতে দলের ক্রিকেটারদের সুস্থ ও তাজা রাখাটাই তাঁদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: কেন-রাও মানছেন কাজ কঠিন

এই সিরিজে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি। এর পরে শ্রীলঙ্কা আসবে ভারত সফরে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলতে। তার পরে ভারত যাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডে। সেখানেও সব ফর্ম্যাটের ক্রিকেট। আগামী ১০ মাস টানা খেলা ভারতীয় দলের সামনে। ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো ছাড়া তাই কোনও উপায় নেই বলে জানিয়ে দিলেন বিরাট।

শনিবার ওয়াংখেড়ের কনফারেন্স রুমে এই প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘একেবারে ঠাসা ক্রীড়াসূচি আমাদের সামনে। এই নিয়ে আমাদের আলোচনায় বসা দরকার। নিউজিল্যান্ডকেই দেখুন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ওরা ক্রিকেট খেলেইনি। এ রকম একটা লম্বা ছুটি কাটিয়ে ওরা আসছে। এই ব্যাপারগুলোই ভাল খেলা ও না খেলার মধ্যে তফাৎ গড়ে দেয়।’’

নিউজিল্যান্ড শিবিরে যদিও ভারত ফেভারিট তাদের সাম্প্রতিক ফর্মের জন্য। কিন্তু ক্রিকেটারদের সঠিক সময়ে বিশ্রাম না দিতে পারলে এই ফর্ম বজায় থাকবে কি না, সেই নিয়েই চিন্তিত বিরাট। বিশেষ করে পেস বোলাররা। বলেন, ‘‘প্রত্যেককেই ফিরে আসতে সময় দেওয়া দরকার। বিশেষ করে পেসারদের। মহম্মদ শামি, উমেশ যাদবকে যেমন আমরা টেস্ট সিরিজে তাজা পেতে চাই। সে জন্যই ওদের বিশ্রাম দেওয়া হয়েছে। কয়েকজন ব্যাটসম্যানকেও অদূর ভবিষ্যতে বিশ্রাম দিতে চাই। যাতে ওরা বিদেশ সফরে কাজে আসে।’’ ইঙ্গিতটা স্পষ্ট যে, চলতি ও আগামী সিরিজে ভারতীয় দলে পরিবর্তন হতেই থাকবে। তবে তা যতটা না ফর্মের ভিত্তিতে, তার চেয়েও বেশি হ।তো ফিটনেসের কথা ভেবে।

শামি, উমেশের মতো যেমন অশ্বিন, জাডেজাদেরও এখন বিশ্রাম দেওয়া হয়েছে। অজিঙ্ক রাহানে ও লোকেশ রাহুলকে যে ওপেনিং স্লটেই ভেবে রেখেছেন, তাও জানিয়ে দিলেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর চার ম্যাচে হাফ সেঞ্চুরি করা সত্ত্বেও রাহানে এই সিরিজে প্রথম এগারোয় অনিশ্চিত। এই নিয়ে বিরাট বলেন, ‘‘ও সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছে। লোকেশ রাহুলও আছে এই দৌড়ে। কিন্তু আপাতত রোহিত-শিখরকেই ওপেন করতে পাঠানো হবে। রাহানেকে আমরা ওয়ান ডে-তে মিডল অর্ডারে নামাব না। যখন ওপেনারদের কারও বিশ্রামের দরকার হবে বা কেউ চোট পাবে, তখন আগে ও-ই সুযোগ পাবে।’’

দুই স্পিনার অশ্বিন, জাডেজাকে নিয়েও প্রায় একই কথা বিরাটের মুখে। বলেন, ‘‘চহাল, কুলদীপরা তো একসঙ্গে বেশ ভাল বোলিং করছে। অশ্বিন-জাডেজা ৬-৭ বছর একসঙ্গে ওয়ান ডে খেলেছে। এ বার চহালরা ভাল বোলিং করায় স্পিনারদের একটা শক্তিশালী পুল আমাদের হাতে চলে এসেছে।’’ ঠাসা সূচি সামলে এ ভাবেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন বিরাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE