ক্রিস গেলের মতো পাওয়ার-হিটার নন। গ্লেন ম্যাক্সওয়েলের মতো সুইচ হিটও মারেন না। তবু টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানে তিনে উঠে এলেন বিরাট কোহালি। ধ্রুপদী ঘরানার ব্যাটিংয়ে আস্থা রেখেই।
বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কোহালি। সেই ইনিংসের সুবাদে এই ফরম্যাটে ২২৬৩ রানে পৌঁছন তিনি। স্পর্শ করেন পাকিস্তানের শোয়েব মালিককে। তবে অনেক বেশি ম্যাচ ও ইনিংস খেলেছেন সানিয়া মির্জার স্বামী। ১১১ ম্যাচে ১০৪ ইনিংসে ২২৬৩ রান করেছেন শোয়েব মালিক। কোহালি সেখানে ৬৭ ম্যাচে ৬২ ইনিংসে পৌঁছেছেন ২২৬৩ রানে।
কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন রোহিত শর্মা। ৯৪ ম্যাচে ৮৬ ইনিংসে ২৩৩১ রান করেছেন মুম্বইকর। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ৭৬ ম্যাচে ৭৪ ইনিংসে করেছেন ২২৭২ রান। তিনি আছেন দুইয়ে। তবে এঁদের সবার থেকেই গড়ে অনেক এগিয়ে আছেন কোহালি। তাঁর গড় ৫০.২৮। রোহিত (৩২.৩৭), গাপ্টিল (৩৩.৯১), শোয়েবরা (৩০.৫৮) রয়েছেন অনেক পিছনে।